বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ০৩:০০:৩৩

অ্যান্ড্রয়েড ১৫ আপডেট হবে না যেসকল স্মার্টফোনে

 অ্যান্ড্রয়েড ১৫ আপডেট হবে না যেসকল স্মার্টফোনে

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের জনপ্রিয়তম অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। চিরচেনা সেই সিস্টেমে যোগ হতে চলেছে নতুন আপডেট, যা বদলে দেবে স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতা। গুগল, শাওমি, ওয়ানপ্লাসের মতো প্রতিষ্ঠানের স্মার্টফোনে এই অপারেটিং সিস্টেম ব্যবহার করা যাবে। 

তবে মটোরোলারের পক্ষ থেকে এখনও কিছু ঘোষণা করা হয়নি। কারণ সফটওয়্যার আপডেট দেওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি এমনিতেই স্লো। জানা গেছে, মটোরোলারের বেশ কিছু অ্যান্ড্রয়েড ফোন এই সিস্টেম আপডেট পাবে না।

মোটোরেলা রেজার সিরিজ
মোটোরোলা রেজার ২০২২
মোটোরোলা রেজার ৫জি
মোটোরোলা রেজার সিরিজের অন্যান্য পুরনো ফোন
বিজ্ঞাপন

মোটোরোলা এজ সিরিজ
মোটোরোলা এজ ৩০ ফিউশন
মোটোরোলা এজ ৩০ নিও
মোটোরোলা এজ ২০২২
মোটোরোলা এজ+ ৫জি (২০২২)
মোটোরোলা এজ ৩০ প্রো
মোটোরোলা এজ সিরিজের অন্যান্য স্মার্টফোন
মোটোরোলা মোটো লাইনআপ
মোটো জি৮৪
মোটো জি৭৩
মোটো জি৫৪
মোটো জি৫৩
মোটো জি৫৪ পাওয়ার
মোটো জি২৩
মোটো জি১৪
মোটো জি১৩
মোটো জি স্টাইলাস ৫জি (২০২৩)
মোটো জি স্টাইলাস (২০২৩)
মোটো জি (২০২৩)
মোটো জি পাওয়ার ৫জি
মোটো এক্স৪০

মোটোরোলা জি সিরিজের অন্যান্য স্মার্টফোন
মোটোরোলার এই ফোনগুলো অ্যান্ড্রয়েড ১৫ আপডেট হবে না বলেই ধারণা করা হচ্ছে। যদিও এটি মোটোরালার প্রকাশিত অফিশিয়াল তালিকা নয়। বর্তমানে, অধিকাংশ ফোনে অ্যান্ড্রয়েড ১৪ আপডেট দিতে পারেনি মোটোরোলা। তবে সম্প্রতি সফটওয়্যার নীতিতে বেশ কিছু পরিবর্তন নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। এখন তাদের প্রিমিয়াম ফোনগুলো তিনটি ওএস আপডেটের জন্য উপযুক্ত। নির্বাচিত মিড-রেঞ্জ ফোনগুলোতেও তিনটি বড় আপডেট দেবে মোটোরোলা। তবে বাজেট মোটো ফোনে একটাই অ্যান্ড্রয়েড আপডেট মিলবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে