শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪, ০৯:৩৬:২৫

স্বামীকে ডিভোর্স দেওয়ার পর আনন্দে পার্টি!

 স্বামীকে ডিভোর্স দেওয়ার পর আনন্দে পার্টি!

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ এশিয়ায় ডিভোর্স দেওয়াকে এখনো ট্যাবু হিসেবে ধরা হয়। যেসব দম্পতি ডিভোর্সের সিদ্ধান্ত নেন সমাজে তাদের বাঁকা চোখে দেখা হয়। বিশেষ করে নারীরা বেশি বাধা বিপত্তির মুখে পড়েন।

তবে সম্প্রতি এক পাকিস্তানি নারী স্বামীকে ডিভোর্স দেওয়ার পর আনন্দে পার্টি করেছেন। যুক্তরাষ্ট্রে বসবাস করা এই নারীর পার্টির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, হিন্দি গানের তালে তালে নীল লেহেঙ্গা পরে নাচছেন তিনি। দর্শকের সারিতে বসে থাকা অনেকে তখন তাকে উৎসাহ দিচ্ছিলেন। আর যেখানে তিনি নাচছিলেন সেখানে বেলুন দিয়ে লেখা ছিল ‘ডিভোর্স মোবারক’।

ভিডিওটি ফেসবুকে প্রকাশ করে একটি পেজ লিখেছে, “যদি আমাদের দেশে এগুলো চলতে থাকে, তাহলে বিয়ের বিষয়টি একদিন শেষ হয়ে যাবে।”

স্বামীর সঙ্গে তীক্ত সম্পর্ক থেকে বের হয়ে আসায় অনেকেই তাকে বাহবা দিয়েছেন। কিন্তু আবার সমালোচনাও করেছেন।

একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, “ডিভোর্স নিয়ে অবশ্যই আনন্দ করা যাবে না। হ্যাঁ, এটি আপনাকে একটি তীক্ত সম্পর্ক থেকে মুক্ত করে। হ্যাঁ, এটি আপনাকে একজন স্বার্থপর থেকে মুক্ত করে। হ্যাঁ, এটি আপনার মানসিক স্বাস্থ্যের জন্য ভালো, এটি আপনাকে ভয় থেকে মুক্তি দেয়। কিন্তু আমরা যদি ডিভোর্স নিয়ে আনন্দ উল্লাস করি তাহলে মানুষ বিয়ে করতে ভয় পাবে। ইতিমধ্যেই সিঙ্গেল মায়ের সংখ্যা বাড়ছে। পিতা ছাড়া সন্তান একটি বড় মানসিক আঘাত।”

আরেকজন লিখেছেন, “আমাকে যাই বলুন, আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। এই নারী নাচছে আর ডিভোর্স পার্টি করছে ‘ডিভোর্স মোবারক’ লেখা লিখে। কিসের জন্য? এই পৃথিবীতে আসলে কী চলছে।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে