 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাষ্ট্রপতি ভবন থেকে বৈঠক বয়কট করে বের হয়ে গেলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার (২৭ জুলাই) দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের বৈঠক থেকে বের হন তিনি।
বৈঠক শেষ হওয়ার আগেই বেরিয়ে এসে মমতা বলেন, আমাকে পাঁচ মিনিটও বলতে দেয়া হয়নি। মাইক বন্ধ করে আমাকে অপমান করা হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকার।
শনিবার সকালে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র ৭ মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় বাজেটে বঞ্চনার অভিযোগ তুলে বৈঠক বয়কট করলেও পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে হাজির হয়েছিলেন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বৈঠক ছেড়ে বেরিয়ে রাষ্ট্রপতি ভবনের বাইরে এসে তিনি বলেন, অন্যদের ২০ মিনিটের বেশি বলার সুযোগ দেয়া হলেও আমাকে পাঁচ মিনিটও বলতে দেয়া হয়নি। তার আগেই মাইক বন্ধ করে দেয়া হয়েছে। এই বঞ্চনার প্রতিবাদে আমি বৈঠক ছেড়ে চলে এসেছি।
এই ঘটনাকে সরাসরি ‘অপমান’ বলেও মন্তব্য করেছেন মমতা। তিনি বলেন, বিরোধীদের মধ্যে একমাত্র আমিই বৈঠকে হাজির হয়েছিলাম। কিন্তু আমাকে বলতে দেয়া হলো না। আমি আরো কিছু বলতে চেয়েছিলাম। কিন্তু তার আগেই মাইক বন্ধ করে অপমান করা হল।