আন্তর্জাতিক ডেস্ক : ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় ওয়েনাদের পার্বত্য এলাকায় ব্যাপক ভূমিধসে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় শতাধিক মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (৩০ জুলাই) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
কেরালা রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, দমকল বাহিনী ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) সদস্যদের উদ্ধার কাজের জন্য মোতায়েন করা হয়েছে।
সমস্ত সরকারি সংস্থার সদস্যরা উদ্ধার অভিযানে কাজ করছে বলে কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন নিশ্চিত করেছেন। মুখ্যমন্ত্রী কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থলে সমন্বিত অভিযান পরিচালনা করা হবে। সরকারের মন্ত্রীরা এই সমন্বয় নিশ্চিত করবে।
কেরালা রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (কেএসডিএমএ) ক্ষতিগ্রস্ত এলাকায় ফায়ার ফোর্স ও এনডিআরএফ দল মোতায়েন করেছে। তারা জানিয়েছে, একটি অতিরিক্ত এনডিআরএফ দল ওয়েনাদের পথে আছে।
স্থানীয়রা জানিয়েছেন, ভূমিধসের কারণে শতাধিক মানুষ আটকা পড়েছেন। ভারী বৃষ্টিপাতের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।