আন্তর্জাতিক ডেস্ক : আজকের দিনে দাঁড়িয়ে সস্তা 5জি স্মার্টফোনের প্রসঙ্গ উঠলে ‘পোকো এম সিরিজ’ এর নাম সবার আগে থাকবেই। POCO M6 5G স্মার্টফোন মাত্র 8,249 টাকা দামে লঞ্চের পর, এবার কোম্পানি এই সিরিজের অধীনে ‘প্লাস’ মডেল নিয়ে আসতে চলেছে। কোম্পানির পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে আগামী 1 আগস্ট ভারতে POCO M6 Plus 5G স্মার্টফোন লঞ্চ করা হবে। কোম্পানি লঞ্চের ডেট ঘোষণার সঙ্গেই POCO M6 Plus 5G স্মার্টফোনের লুক এবং ডিজাইন ও 108MP ক্যামেরা ডিটেইলস সম্পর্কে তথ্য প্রকাশ্য করেছে।
POCO M6 Plus 5G এর ভারতীয় লঞ্চ ডেট
শপিং সাইট ফ্লিপকার্টে POCO M6 Plus 5G স্মার্টফোনের পেজ লাইভ করে দিয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই মাইক্রোসাইডের মাধ্যমে 1 আগস্ট ভারতে POCO M6 Plus 5G স্মার্টফোন লঞ্চ করা হবে জানানো হয়েছে। কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট এবং পোকো ইন্ডিয়া সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম সহ ফ্লিপকার্টের মাধ্যমে এই ফোনের লঞ্চ লাইভ দেখানো হবে। এই দিন ফোনের দাম, সেল ডিটেইলস এবং অফার সম্পর্কে জানা যাবে।
POCO M6 Plus 5G এর ক্যামেরা
POCO M6 Plus 5G স্মার্টফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ সহ লঞ্চ করা হবে। এই ফোনের ব্যাক প্যানেলে 108 মেগাপিক্সেলের মেইন সেন্সর সহ 1.75-ইঞ্চির লার্জ অ্যাপারচার সহ 3এক্স ইন-সেন্সর জুম ফিচার সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য POCO M6 Plus 5G স্মার্টফোনে নাইট মোড দেওয়া হবে। এই ফোনের ব্যাক ক্যামেরা সেটআপে রিং ফ্ল্যাশ লাইট যোগ করা হয়েছে।
POCO M6 Plus 5G এর দাম (লিক)
সম্প্রতি টিপস্টার সুধাংশু মাধ্যমের পাওয়া তথ্য অনুযায়ী POCO M6 Plus 5G স্মার্টফোন ভারতে দুটি RAM ভেরিয়েন্টে লঞ্চ করা হবে। এই ফোনের 6GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 13,999 টাকা রাখা হয়েছে বলে জানা গেছে। লিক অনুযায়ী POCO M6 Plus 5G স্মার্টফোনের 8GB RAM + 128GB স্টোরেজ ভেরিয়েন্ট 14,999 টাকা দামে লঞ্চ করা হবে। টিপস্টার অনুযায়ী এই ফোনে 1000 টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট দেওয়া হবে।
POCO M6 Plus 5G এর স্পেসিফিকেশন (লিক)
ডিসপ্লে: প্রকাশ্যে আসা তথ্য অনুযায়ী POCO M6+ 5G স্মার্টফোনে 6.79-ইঞ্চির এলসিডি ডিসপ্লে সহ 120হার্টস রিফ্রেশ রেট সাপোর্ট দেওয়া হতে পারে।
প্রসেসর: লিক অনুযায়ী এই ফোন অ্যান্ড্রয়েড 14 এবং হাইপারওএস সহ কাজ করবে। প্রসেসিঙের জন্য এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 4 জেন 2 অক্টাকোর প্রসেসর দেওয়া হতে পারে।
ক্যামেরা: POCO M6+ 5G স্মার্টফোনে 108 মেগাপিক্সেলের মেইন রেয়ার ক্যামেরা সহ 2 মেগাপিক্সেলের সেকেন্ডারি লেন্স দেওয়া হতে পারে। অন্যদিকে সেলফি এবং ভিডিও কলের জন্য 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যোগ করা হবে বলে জানা গেছে।
ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য POCO M6+ 5G স্মার্টফোনে 33ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5,030এমএএচ ব্যাটারি দেওয়া হতে পারে।
অন্যান্য: লিক অনুযায়ী POCO M6+ 5G স্মার্টফোনের আইপী53 রেটিং সহ লঞ্চ করা হবে। এই ফোনে 3.5এমএম জ্যাক সহ সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হতে পারে।