বুধবার, ৩১ জুলাই, ২০২৪, ১১:৫৪:২৬

ভূমিধসে এখন পর্যন্ত ৮৪ জনের মৃত্যু

ভূমিধসে এখন পর্যন্ত ৮৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কেরালায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৪ জনে। এ ছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত ১১৬ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

দ্য ইকোনমিক টাইমসের খবরে বলা হয়েছে, চার ঘণ্টার বৃষ্টিতে মঙ্গলবার ভোরে কেরালার ওয়েনাড জেলার পাহাড়ি মেপ্পেদি এলাকায় কয়েকবার ভূমিধস হয়। তিন দফার ভূমিধসে বহু মানুষ এখনও নিখোঁজ রয়েছেন। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রাজ্যের দুর্যোগ মোকাবিলা সংস্থা কেরালা স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি (কেসিডিএমএ) এক বিবৃতিতে জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চালাচ্ছেন কেসিডিএমএ এবং ভারতের কেন্দ্রীয় সরকারের অধীন দুর্যোগ মোকাবিলা সংস্থা এনডিআরএফের কর্মীরা। সেনাবাহিনীর দুটি ইউনিটও কাজ করছে। এলাকাটিতে ভারী বর্ষণের কারণে উদ্ধার তৎপরতা বাধাগ্রস্ত হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে এই বিষয়ে কথা বলেছেন এবং দুর্যোগ মকাবিলায় সব ধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় দুর্যোগে নিহতদের পরিবারকে ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে। আর আহতদের জন্য দেওয়া হবে ৫০ হাজার রুপি।

ভারতের আবহাওয়া দপ্তরের পূর্বাভাসমতে, আজও দিনভর কেরালায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে