শুক্রবার, ০২ আগস্ট, ২০২৪, ১২:৩৭:৩৭

প্রবল বর্ষণে বন্যা, নিহত ৯

প্রবল বর্ষণে বন্যা, নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে ভারি বর্ষণের পর বন্যা দেখা দিয়েছে। আর বন্যার কারণে দুর্ঘটনায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় আবহাওয়া অধিদপ্তরের (আইএমডি) এ তথ্য নিশ্চিত করেছে।

আইএমডির বরাত দিয়ে এনডিভি প্রতিবেদনে এক প্রতিবেদনে জানায়, বুধবার (৩১ জুলাই) সন্ধ্যা থেকে বৃহস্পতিবার (১ জুলাই) সকাল পর্যন্ত দিল্লিতে ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গত কয়েক বছরে দিল্লিতে মাত্র ২৪ ঘণ্টায় এত পরিমাণ বৃষ্টি হয়নি। 

 প্রবল বর্ষণে দিল্লিসহ একাধিক এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে ব্যাহত হচ্ছে যোগাযোগব্যবস্থা। সৃষ্টি হচ্ছে যানজটের। বৈরি আবহাওয়ার কারণে বিমান চলাচলও বিঘ্নিত হয়েছে।

আগামী সোমবার (৫ জুলাই) পর্যন্ত এ পরিস্থিতি চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া পরিষেবা। এ অবস্থায় দিল্লিজুড়ে রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি। বাসিন্দাদের বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে না বের হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

বন্যার কারণে বৃহস্পতিবারের জন্য সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়। দিল্লি সরকারের শিক্ষামন্ত্রী অতিশি মারলেনা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, বুধবার সন্ধ্যায় অতি ভারি বৃষ্টিপাত এবং বৃহস্পতিবার ভারি বৃষ্টিপাতের পূর্বাভাসের পরিপ্রেক্ষিতে সব সরকারি–বেসরকারি স্কুল বৃহস্পতিবার বন্ধ থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে