আন্তর্জাতিক ডেস্ক : কোরিয় উপদ্বীপে আমেরিকার সম্ভাব্য ‘থাড’ ক্ষেপণাস্ত্র মোতায়েনের বিরুদ্ধে কড়া বার্তা দিয়েছে চীন। গত সপ্তাহে মার্কিন সামরিক বাহিনী উত্তর কোরিয়ার দ্বারপ্রান্তে থার্মাল হাই অলটিচ্যুড ডিফেন্স সিস্টেম বা থাড মোতায়েনের পরিকল্পনা ঘোষণার পর এই হুঁশিয়ারি উচ্চারণ করল বেইজিং।
ওয়ারহেড বা বোমাবাহী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানার শেষ পাঁচ মিনিট থার্মাল ফেজ নামে পরিচিত। ‘থাড’ দিয়ে এ পর্যায়েও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে আঘাত হানা যায়।
একে কৌশলগত স্বার্থের প্রতি হুমকি হিসেবে উল্লেখ করে বেইজিং বলেছে, চীনের জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত হতে দেয়া হবে না। বিবৃতিতে কোরিয় দ্বীপের প্রতিরক্ষার জন্য যা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি এলাকা ‘থাড’-এর আওতায় আসবে উল্লেখ করা হয়।
আমেরিকার দাবি, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ‘থাড’ মোতায়েন করা হবে।
জবাবে বেইজিং’য়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোন লি বলেন, উত্তর কোরিয়ার পরমাণু ইস্যুর অজুহাতে চীনের কৌশলগত এবং জাতীয় স্বার্থ ক্ষতিগ্রস্ত করার তৎপরতার বিরোধিতা করা হচ্ছে।
লি বলেন, এটি মোতায়েন করা হলে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অস্ত্র প্রতিযোগিতা উস্কে দেয়া হবে।
১৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস