মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:০৬:০৪

মন্দির থেকে চুরি হলো ১০ লাখ টাকার চুল

মন্দির থেকে চুরি হলো ১০ লাখ টাকার চুল

আন্তর্জাতিক ডেস্ক : সাধারণত টাকা-পয়সা, গয়না ও দামি আসবাব চুরির ঘটনা ঘটে থাকে। তাই বলে চুল চুরি! তাও আবার ১০ লাখ টাকার! এমন ঘটনা কেউ কখনো শুনেছেন? হ্যাঁ, মন্দির থেকে চুরি হয়েছে খোয়া গেছে বিপুল টাকার চুল। সেগুলো সাধারণ চুল নয়, স্পেশাল গ্রেডের। এ রকম প্রায় ১০ ব্যাগ চুল চুরি করে নিয়ে গিয়েছে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা।

ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশের সিমাচলমে বরাহলক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে।  প্রতি দিন হাজার হাজার পূণ্যার্থী রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই মন্দিরা আসেন।

এমনকী পাশের রাজ্য ওড়িশা ও ছত্তীসগঢ় থেকেও প্রচুর লোক আসেন। তাঁদের চুল মন্দিরে উত্সর্গ করেন। দৈর্ঘ্য ওই চুলের নমুনা দেখে সেগুলো একটি ঘরে স্তূপ করে রাখা হয় নিলামের জন্য। স্পেশাল গ্রেডের চুলের জন্য আবার আলাদা ঘর রয়েছে।

মন্দিরের এগজিকিউটিভ অফিসার কে রামচন্দ্র মোহন বলেন, এ রকম ১৫ ব্যাগ চুল কেশ কন্দন শালায় রাখা ছিল। তার মধ্যে ১০ ব্যাগ চুরি করে নিয়ে গিয়েছে চোরেরা।

পুলিশ এসে তদন্তের পর প্রাথমিক ভাবে জানিয়েছে, এই চুরির সঙ্গে মন্দিরের ভিতরের কারও যোগ রয়েছে। ডিসিপি জি রামগোপাল নায়েক জানান, খুব শীঘ্রই চোরেদের ধরা হবে।
১৬ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে