আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ব্যাঙ্গালোরের একটি স্কুলে যে পুরুষ চিতাবাঘটি ছয়জনকে আহত করেছিল সেটি আবারও তার খাঁচা থেকে পালিয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সংবাদমাধ্যমগুলো আজ মঙ্গলবার এ খবর দিলেও চিতাবাঘটি রোববার খাঁচা থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
এর আগে গত ৭ই ফেব্রুয়ারি পুরুষ চিতাটি ব্যাঙ্গালোরের একটি স্কুলে হানা দেয় ও এ সময় ছয়জনকে আহত করে। পরে তাকে আটক করে চিকিৎসার জন্য বানারঘাট ন্যাশনাল পার্কে নিয়ে যাওয়া হয়।
সেখানেই গত রোববার ১৪ই ফেব্রুয়ারি সুযোগ বুঝে এটি তার খাঁচা থেকে পালিয়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ওই চিতা বাঘটির বয়স ৮ বছর।
বানারঘাট পার্কের কর্মকর্তারা বলছেন, সহকারীরা খাবার দিতে যখন চিতাবাঘটির খাঁচায় ঢুকছিলেন, তখনই হয়তো দরজা খোলা পেয়ে এটি পালিয়ে যায়।
কর্ণাটক প্রদেশের বণ্যপ্রাণী বিষয়ক প্রধান রাভি রাল্ফ বলছেন ‘যে পার্কের কর্মকর্তারা একেক সময় একেক মন্তব্য করছেন। সুতরাং চিতাবাঘটি ঠিক কিভাবে পালিয়েছে সে বিষয়ে সঠিক বলা যাচ্ছেনা।
এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দু-তিনদিনের মধ্যেই ঘটনা সম্পর্কে জানা যাবে বলে আশা করছেন মি: রাল্ফ। আট বছরের ওই চিতা বাঘটি ব্যাঙ্গালোরের কুন্দালাহালির ওই স্কুলে হানা দেয়ার এক সপ্তাহের মধ্যেই চিতাবাঘটি আবার পালালো।
ওই স্কুলে হামলায় যে কজন আহত হয়েছিলেন তাদের মধ্যে বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক একজন বিজ্ঞানী এবং বন বিভাগের কর্মকর্তাও ছিলেন। প্রায় ১২ ঘন্টার চেষ্টায় চিতাবাঘটিকে ধরা সম্ভব হয়েছিল। প্রাণীটির ওপর চেতনা নাশক ওষুধ প্রয়োগেই তাকে ধরা সম্ভব হয়।
এ ঘটনায় সতর্কতার অংশ হিসেবে শহরের একশোটিরও বেশি স্কুল বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। সাম্প্রতিক এক জরিপ বলছে, ভারতে ১২ হাজার থকে ১৪ হাজার চিতা রয়েছে।
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই