আন্তর্জাতিক ডেস্ক : চিকিৎসা বিষয়ক দাতব্য সংস্থা সহযোগিতায় সিরিয়ায় পরিচালিত একটি হাসপাতালে ইচ্ছাকৃতভাবে বোমা ফেলা হয়েছে। ক্ষেপণাস্ত্র হামলায় কম করে ১৪ জনের মৃত্যু হয়েছে। আর আহত হয়েছে বহু লোক। হতাহতরা সবাই সিরিয়ার সাধারণ নাগিরক। শিশুদের ওই হাসপাতাল ছাড়াও স্কুলের মধ্যে ক্ষেপণাস্ত্র পড়ে। যে স্কুলটিতে ক্ষেপণাস্ত্র পড়ে, জানা গিয়েছে, সেটি ছিল শরণার্থীদের আশ্রয় শিবির।
ঘটনাটি ঘটে তুর্কি সীমান্তের কাছে, সিরিয়ার আজাজ শহরে। শহরের কেন্দ্রে থাকা হাসপাতালটিতেই পাঁচটি মিসাইল পড়েছে। এই হাসপাতালের অদূরে একটি স্কুলেও মিসাইল হামলা হয়। মনে করা হচ্ছে, রাশিয়ার বিমান থেকেই এই মিসাইল ফেলা হয়েছে। তবে, এখনো নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই