মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৩৮:৫৯

‘সিআইএ প্রধান একজন পেশাদার মিথ্যুক’

‘সিআইএ প্রধান একজন পেশাদার মিথ্যুক’

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান জন ব্রেনানকে পেশাদার মিথ্যাবাদী বলে আখ্যায়িত করেছেন আমেরিকার খ্যাতিমান লেখক ও রাজনৈতিক বিশ্লেষক মিকি জেড। তিনি বলেছেন, ‘মার্কিন জনগণের মধ্যে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ সম্পর্কে ভয়ের আগুন ছড়িয়ে দেয়ার জন্য ব্রেনান সাম্প্রতিক বক্তব্য দিয়েছেন’। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

জন ব্রেনান রোববার মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস’র ‘সিক্সটি মিনিট’ অনুষ্ঠানে বলেছেন, ‘আমেরিকার ভেতরে দায়েশ অবশ্যই হামলা চালাবে এবং সে হামলা এড়ানো সম্ভব হবে না। তবে তারা কতটা সফল হবে সেটি ভিন্ন বিষয় এবং তাদের সফলতার প্রশ্ন এখানে আসছে না; বড় কথা হচ্ছে তারা হামলা করবে।’

এ সম্পর্কে ইরানের প্রেস টিভিকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ‘অকুপাই দিস বুক অ্যান্ড অকুপাই দিস ফটোস’ নামক বইয়ের লেখক মিকি জেড বলেন, ‘জন ব্রেনান হচ্ছেন একজন পেশাদার মিথ্যাবাদী’। তিনি আরো বলেছেন, ‘ব্রেনানের কথার পর যা এড়ানো যাবে না তা হচ্ছে জাতির মধ্যে ভীতি ছড়িয়ে পড়বে’। মিকি জেড বলেন, ‘প্রেসিডেন্ট নির্বাচনের বছর হিসেবে যে নানামুখী প্রচারণা চলছে ব্রেনান অনেকটা তার সঙ্গে মিল রেখেই বক্তব্য দিয়েছেন’।
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে