মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৪৫:০১

স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যা বলছে : হাফিজ সাঈদ

স্বরাষ্ট্রমন্ত্রী মিথ্যা বলছে : হাফিজ সাঈদ

আন্তর্জাতিক ডেস্ক : জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দেশ বিরোধী কার্যকলাপে পাকিস্তানের জঙ্গি সংগঠন জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাঈদের সমর্থন রয়েছে বলে দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। এই দাবিকে ঘিরে ইতিমধ্যেই বিতর্কের মুখে পড়তে হয়েছে রাজনাথকে। এই বিষয়ে রাজনাথের দাবিকে মিথ্যা বলে উড়িয়ে দিল হাফিজ।

এক ভিডিও বার্তায় মুম্বাইয় হামলার মূল চক্রান্তকারী হাফিজ সাঈদ বলেছেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেছেন যে, আমি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে কাশ্মীরী পড়ুয়াদের বিক্ষোভের পিছনে রয়েছি। সেখানে পাকিস্তানের জয়গান করে স্লোগান দেয়া হয়। এই ঘটনায় আমার সমর্থনের বিষয়টি জানতে গিয়ে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী আমার ট্যুইটের কথা উল্লেখ করেছেন। কিন্তু এটা ভুয়া ট্যুইট। এ ধরনের ভুয়া ট্যুইটের কথা শুনে আমি আশ্চর্য হয়েছি।

হাফিজ আরো দাবি করছেন,  সে জেএনইউ-র ঘটনার পিছনে নেই, এমনকি ছাত্রছাত্রীদের এজন্য কোনো প্ররোচনাও দিচ্ছে না। লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ আরো বলেন, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তার দেশের মানুষ ও বিশ্বকে ভুলপথে চালিত করছেন।

একইসঙ্গে কাশ্মীরীদের আন্দোলনকে হাল্কাভাবে না নেয়ার কথাও জানিয়েছেন হাফিজ। তার দাবি, ২০০৮ সালে মুম্বাই হামলার জন্য তাকে ভিত্তিহীনভাবে ভারত দায়ী করে আসছে।
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে