মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:০৪:৩৫

মরক্কোয় দৃষ্টি প্রতিবন্ধীদের পবিত্র কোরআনের ডিজিটাল পাণ্ডুলিপি বিতরণ

মরক্কোয় দৃষ্টি প্রতিবন্ধীদের পবিত্র কোরআনের ডিজিটাল পাণ্ডুলিপি বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক : কুয়েতের আওকাফ এবং ইসলামিক অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং মালয়েশিয়ার ‘তাসলিম’ ইনস্টিটিউটের সহযোগিতায় মরক্কোয় দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বিতরণের জন্য পবিত্র কোরআনের ৯০ টি ডিজিটাল পাণ্ডুলিপি অনুদান করা হয়েছে। দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করার জন্য মরক্কোয় অনুষ্ঠিত আন্তর্জাতিক গ্রন্থ মেলার উপান্তে সেদেশের ব্লাইন্ড সেন্টারে অনুদান করা হয়েছে।

মরক্কোয় অনুষ্ঠিত ২২তম 'কাসাব্লাংকা' আন্তর্জাতিক গ্রন্থ মেলায় সেদেশের জাতীয় লাইব্রেরীর বুথে প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করার জন্য পবিত্র কোরআনের ৯০ টি ডিজিটাল পাণ্ডুলিপি অনুদান করা হয়েছে।

কুয়েতের ধর্ম বিষয়ক মন্ত্রণালয় অধিভুক্ত ‘আল মানাবির’ কেন্দ্রের প্রধান ‘ইমাদ আল মাতুয়’ এ ব্যাপারে বলেছেন, পবিত্র কোরআনের ডিজিটাল পাণ্ডুলিপি দৃষ্টি প্রতিবন্ধীদের হেফজ ও তেলাওয়াতের সহায়তা করবে।

তিনি বলেন, মরক্কোর বিভিন্ন ইন্সটিটিউট ও আঞ্জুমানে অনুদানকৃত কুরআন শরিফের প্রতিটি ডিজিটাল পাণ্ডুলিপির মূল্য ১২০ ডলার।

মরক্কোয় অনুষ্ঠিত ২২তম আন্তর্জাতিক গ্রন্থ মেলা শুক্রবার (১২ই ফেব্রুয়ারি) সেদেশের 'কাসাব্লাংকা' শহরে শুরু হয়েছে এবং ২১শে ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে