আন্তর্জাতিক ডেস্ক : বিশিষ্ট মিশরীয় ক্বারি মুস্তাফা রাগিব গালবাশ গতকাল ৭৭ বছর বয়সে মারা গেছেন। তিনি কয়েকমাস ধরে গুরুতর অসুস্থ ছিলেন। তাহা আব্দুল ওয়াহাব মিশরীয় কুরআনের কারী এবং শিক্ষক কয়েক ঘন্টা পূর্বে এই সংবাদ জানিয়েছেন।
গালবাশ বছর ১৩১৭ ফার্সী সনে পশ্চিম মিশরে অবস্থিত টানটা প্রদেশের 'বারমা' গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি খুব ছোট বেলাতেই পুরো কুরআন মুখস্ত করেন এবং ষোল বছর বয়সে বিভিন্ন মাহফিলে পবিত্র কোরআন পাঠ করা শুরু করেন। এছাড়াও ২৪ বছর বয়সে আনুষ্ঠানিকভাবে মিশরের রেডিও এবং টেলিভিশনে পবিত্র কুরআনের তেলাওয়াত শুরু করেন।
অধ্যাপক, 'রাগিব মুস্তাফা গালবাশ' ইরান সফরের স্মৃতি সম্পর্কে বলেন, এ পর্যন্ত তিনি কখনো মানুয়ের এমন আবেগ ও এমন দৃশ্য দেখেননি। মিশরের বিখ্যাত ক্বারী জানাজা তার জন্মস্থানে বারমা গ্রাম অনুষ্ঠিত হয়েছে। এবং আজ মঙ্গলবার তার নিজের গ্রামে, কুরআন খতমের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।
১৬ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই