সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৫৪:০১

প্রত্যেক মুসলমানের রোল মডেল হওয়া উচিত হযরত মুহাম্মদ (সা.): মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

 প্রত্যেক মুসলমানের রোল মডেল হওয়া উচিত হযরত মুহাম্মদ (সা.): মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : এবার প্রত্যেক মুসলি উম্মাহর সর্বশ্রেষ্ঠ শিক্ষাবিদ নবী মুহাম্মদ (সা.)-কে উসওয়াতুন হাসানাহ বা অনুকরণীয় রোল মডেল হিসেবে আখ্যায়িত করার আহ্বান জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। আজ সোমবার (১৬ সেপ্টেম্বর) পুত্রজায়া আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ঈদে মিলাদুন্নবী (সা.) উদ্‌যাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন।

এদিকে আনোয়ার ইব্রাহিম বলেন, প্রত্যেক মুসলমানের নবীর কাছ থেকে শেখা উচিত শুধু ব্যক্তিত্বের দিক থেকে নয়, বরং তার নেতৃত্ব, সামাজিক অংশগ্রহণ এবং পরিবার, বিশেষ করে মদিনা জাতির মডেলের দিক থেকেও শিক্ষা নেয়া উচিত। তিনি বলেন, মদিনা সনদ থেকে আমরা যা শিখেছি তার ভিত্তিতে, যা তিনি ন্যায়বিচার ও সহানুভূতির ভিত্তিতে ঐক্যের কাঠামোতে বৈচিত্র্যের সূত্র ব্যবহার করে উত্থাপন করেছিলেন।

এ বছরের ঈদে মিলাদুন্নবী প্রতিপাদ্য মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর শিক্ষার সারমর্ম প্রতিফলিত এবং দেশের মুসলিম সম্প্রদায়কে দুনিয়া ও আখেরাতে সত্যিকারের সাফল্যের দিকে পরিচালিত করার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। মালয়েশিয়ার রাজা ও রানি, তাদের সুলতান ইব্রাহিম এবং রাজা জারিথ সোফিয়াহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে