বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৫৩:৩৭

যুদ্ধাপরাধের দায় এড়াতে তত্পর পুতিন-আসাদ

যুদ্ধাপরাধের দায় এড়াতে তত্পর পুতিন-আসাদ

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর সিরিয়ার দুই শহরে হাসপাতালে বিমানহানার অভিযোগ পুরোপুরি উড়িয়ে দিল রাশিয়া৷ বশর-অল-আসাদ সরকারও মানতে রাজি নয় যে এই বিমান হামলা তাদের সেনাবাহিনীর কাজ৷ ধ্বংস হওয়া একটি হাসপাতাল পরিচালনাকারী সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস-এর পক্ষ থেকে সোমবার অভিযোগ করা হয়েছিল, এই হামলা রাশিয়া অথবা সিরিয়া সেনাবাহিনীর৷ টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

তুরস্কের পক্ষ থেকেও একই দাবি করা হয়৷ এ দিন তা উড়িয়ে দিয়েছে দুই মিত্রশক্তিই৷ সিরিয়া আবার আঙুল তুলেছে মার্কিন যুদ্ধবিমানের উপর, যা আবার অস্বীকার করেছে পেন্টাগন৷ ফলে একই দিনে চারটি হাসপাতাল ও একটি স্কুলে যে মর্মান্তিক হামালায় প্রায় ৫০-এর কাছাকাছি সাধারণ মানুষ মারা গেলেন, তার দায় নিয়ে তৈরি হয়েছে তীব্র ধোঁয়াশা৷

সোমবার তুরস্ক সীমান্তের কাছে আজাজ শহরে একটি মহিলা ও শিশুদের হাসপাতাল, একটি সাধারণ হাসপাতাল এবং একটি স্কুলে যুদ্ধের কারণে গৃহহীন মানুষদের জন্য তৈরি শিবিরের উপর বিমানহানা হয়৷ এই হামলায় ৩৪ জন মারা গিয়েছে৷ একই দিনে মারাত-অল-নুমান শহরে আরো দু'টি হাসপাতালে বিমান হামলা হয় এবং এই হামলায় ১২ জন মারা যান, আহত হয় অন্তত ৩৬ জন৷ এর মধ্যে একটি হাসপাতাল ডক্টরস উইদাউট বর্ডারস পরিচালিত, ৯০ মিনিটের ব্যবধানে পর পর চার বার মিসাইল ছুটে আসে এই হাসপাতালে দিকে৷

সংগঠনটির অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হাসপাতালের উপর নিশানা করে হামলা না করলে এমনটা সম্ভব নয়৷ আন্তর্জাতিক আইন অনুসারে, যে কোনো স্বাস্থ্যকেন্দ্র, স্বাস্থ্যকর্মী বা রোগীদের উপর হামলা পুরোপুরি নিষিদ্ধ, যদি না তা নির্দিষ্ট ভাবে সামরিক প্রতিষ্ঠান হয়৷ সেই দিক থেকে এই চারটি হাসপাতালের উপর হামলা যুদ্ধাপরাধের সামিল৷

উল্লেখ্য, সিরিয়ায় সাময়িক অস্ত্রবিরতি নিয়ে রাশিয়া-সহ আন্তর্জাতিক শক্তিগুলি খুব সম্প্রতিই সিদ্ধান্তে এসেছে, এ সপ্তাহের শেষে তা চালু হওয়ার কথা৷ এরই মধ্যে দামাস্কাস এসেছেন সিরিয়ায় জাতিসংঘের দূত স্তাফান দে মিস্তুরা৷ এ দিন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেমের সঙ্গে সিরিয়ায় অস্ত্রবিরতি নিয়ে কথা বলেন তিনি, যাতে 'সমস্ত যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানবতাবাদী সহায়তা প্রদানকারী সংগঠনগুলিকে বিনা বাধায় প্রবেশের অধিকার' একটি গুরুত্বপূর্ণ শর্ত৷

তুরস্ক ও কল্যাণমূলক সংগঠনগুলির পক্ষ থেকে রাশিয়া-সিরিয়া মিত্রশক্তির দিকে আঙুল তোলা নতুন নয়৷ সে কথা মনে করিয়ে দিয়েই এ দিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখ্যপাত্র দিমিত্রি পেসকভ বলেন, 'রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে প্রমাণ দিতে না পারার সাম্প্রতিকতম নিদর্শন হল হাসপাতালের এই রিপোর্ট৷' পেসকভ আরো বলেছেন, 'সিরিয়ায় ঘটা কোনো কিছু সম্পর্কে শুধুমাত্র সিরিয়া সরকারের দেয়া তথ্যই রাশিয়া গ্রহণযোগ্য বলে মনে করে৷ এ ক্ষেত্রে সে তথ্য অভিযোগের উল্টো কথা বলছে৷'

মস্কোয় সিরিয়ার রাষ্ট্রদূত রিয়দ হাদ্দাদ এ দিন আবার দাবি করেন, ওই হামলার জন্য দায়ী মার্কিন যুদ্ধবিমান৷ পেন্টাগনের পক্ষ থেকে অব্যবহিত পরেই এই দাবি পুরোপুরি অস্বীকার করে দেয়া হয়৷ এরই মধ্যে মঙ্গলবার সকালে আলেপ্পোর তেল রিফাত শহর ও কফার নাশেহ গ্রাম ইসলামিক স্টেটের কাছ থেকে মুক্ত করেছে সিরিয়া ডেমোক্রেটিক ফোর্স, আরব ও কুর্দিশ যোদ্ধাদের একটি জোট৷

কালিজিব্রিন গ্রামে এখনো লড়াই চলছে এসডিএফ ও আইএস-এর৷ এসডিএফ এই গ্রামের দখল নিয়ে নিতে পারলে আরো কোণঠাসা হয়ে পড়বে আইএস, তাদের শক্ত ঘাঁটি মারেহ ও সংলগ্ন গ্রাম শেখ ইসসা ছাড়া আলেপ্পোয় তাদের আর চিহ্ন থাকবে না৷
১৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে