বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:১০:৩৩

এবার বিতর্কিত দ্বীপে মিসাইল মোতায়েন করল চীন

এবার বিতর্কিত দ্বীপে মিসাইল মোতায়েন করল চীন

আন্তর্জাতিক ডেস্ক : বিতর্কিত দক্ষিণ চীন সাগরের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য অত্যাধুনিক মিসাইল বসিয়েছে বেজিং। স্যাটেলাইটের এমনটাই ছবি ধরা পড়েছে। আর এই ছবি প্রকাশ্য করার পর থেকেই কার্যত ঘুম হারাম হয়ে গিয়েছে মার্কিন গোয়েন্দাদের। পেন্টাগনের ধারণা, পারাসেল দ্বীপপুঞ্জের উডি দ্বীপে এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলি বসানো হয়েছে।

স্যাটেলাইট থেকে তোলা ছবি প্রথম প্রকাশ্য করে ফস্ক নিউজ। ফক্স নিউজের ওই প্রতিবেদনে বলা হয়েছে, ইমেজস্যাট ইন্টারন্যাশনাল বা আইএসআই’র তোলা ছবিতে দেখা গিয়েছে চীন ক্ষেপণাস্ত্রের দুইটি ব্যাটারি উডি দ্বীপে মোতায়েন করেছে। দুই ব্যাটারিতে আটটি অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং র‍্যাডার লাগানো রয়েছে।

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত এলাকাগুলোকে নিজ দেশের অন্তর্ভুক্ত বলে চীনের পাশাপাশি দাবি করছে ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, ব্রুনাই এবং তাইওয়ান। বিরোধপূর্ণ এসব এলাকা হল স্পার্টলি, পারাসেল, প্রাসাটাস এবং স্কেয়ারবোরো দ্বীপপুঞ্জ।

আমেরিকা এরইমধ্যে আঞ্চলিক এই বিরোধে জড়িয়ে পড়েছে। চীনের বিরুদ্ধে ফিলিপাইন, জাপান ও তাইওয়ানের মতো মিত্রদেশের পক্ষ নিয়েছে। এছাড়া, কয়েক দফা মার্কিন গাইডেড ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার ওই এলাকা দিয়ে চলাচল করেছে।

এমনকি গত ৩০ জানুয়ারি পারাসেল দ্বীপপুঞ্জের ট্রিটন দ্বীপের ১২ নটিক্যাল মাইলের মধ্যদিয়ে মার্কিন রণতরী ইউএসএস কার্টিস উইলবার অতিক্রম করেছে বলে পেন্টাগন স্বীকার করে নিয়েছে। ফলে রাজনতিক পর্যবেক্ষকদের মতে, চীনের এই কাজে আগামিদিনে ওই এলাকাগুলিতে আরো উত্তেজনা বাড়বে।
১৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে