বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪, ০৬:৫৫:৩১

কেন, কী ঘটতে যাচ্ছে? প্রথমবারের মতো যুদ্ধজাহাজ পাঠাল জাপান

কেন, কী ঘটতে যাচ্ছে? প্রথমবারের মতো যুদ্ধজাহাজ পাঠাল জাপান

আন্তর্জাতিক ডেস্ক : তাইওয়ান প্রণালীতে প্রথমবারের মতো একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে জাপান। এই অঞ্চলে চীনের ক্রমবর্ধমান সামরিক কর্মকাণ্ডের মধ্যে বুধবার (২৫ সেপ্টেম্বর) ওই যুদ্ধজাহাজ পাঠানো হয় বলে জাপানের গণমাধ্যমে জানানো হয়েছে।

জাপানের সংবাদপত্র ইয়োমিউরি শিমবুন কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, টোকিও আসলে চীনকে স্পষ্ট বার্তা দিতে চাইছে। সেজন্যই এই প্রথমবার তাইওয়ানের প্রণালীতে একটি যুদ্ধজাহাজ পাঠালো জাপান।

এনএইচকের প্রতিবেদন মতে, সাজানামি নামে জাপানের যুদ্ধজাহাজটি বুধবার সকালে পূর্ব চীন সাগর থেকে যাত্রা শুরু করে। ১০ ঘণ্টা পরে তা গন্তব্যে পৌঁছায়। এ সময় জাপানি যুদ্ধজাহাজের সঙ্গে ছিল অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের নৌবাহিনীর জাহাজও।

গত সপ্তাহে প্রথমবার চীনের এয়ারক্র্যাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতরী তাইওয়ানের কাছে জাপানের দুইটি দ্বীপের কাছাকাছি চলে আসে। তার সঙ্গে ছিল দুইটি ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজ।

একাধিক সূত্রের বরাতে দিয়ে ইয়োমিউরি শিমবুন জানিয়েছে, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই যুদ্ধজাহাজকে তাইওয়ান প্রণালীতে যাওয়ার নির্দেশ দেন। তার মতে, জাপানের এলাকায় চীন অনুপ্রবেশ করেছে। তার কোনো জবাব না দিলে চীন আরও আগ্রাসী মনোভাব দেখাবে।

তবে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় যুদ্ধজাহাজ পাঠানোর বিষয়ে কোনো মন্তব্য করেনি। সাম্প্রতিক বছরগুলোতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বারবার একে চীনের মূল ভূখণ্ডের সঙ্গে একীভূতকরণের কথা বলেছেন। বেইজিং মনে করে, তাইওয়ান চীনের অংশ। তারা দাবি করে এই প্রণালীর জলের উপরও তাদের অধিকার রয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে