শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৪৭:৩৯

যা করলে আপনার স্মার্টফোনেও ভালো ছবি হবে!

যা করলে আপনার স্মার্টফোনেও ভালো ছবি হবে!

আন্তর্জাতিক ডেস্ক : বর্তমান সময়ে ছবি তোলার জন্য স্মার্টফোনের ব্যবহার বেড়েছে। আর এর সঙ্গে ভালো ছবি তোলার জন্য ফিচারসমৃদ্ধ ক্যামেরা অ্যাপের চাহিদাও ক্রমেই বাড়ছে।

অ্যান্ড্রয়েড স্মার্টফোনের জন্য গুগল ক্যামেরা পরিচিতির দিক থেকে এগিয়ে থাকলেও বাজারে আরো কিছু অ্যাপ রয়েছে। মেক ইউজ অব প্রকাশিত প্রতিবেদনে এমন ছয়টি অ্যাপের সন্ধান পাওয়া গেছে।

ওল্ডরোল: ছবি তোলার সময় ওল্ডরোল ডিসপ্লেতে ফিল্ম ক্যামেরার একটি ইন্টারফেস তুলে ধরবে। এছাড়া ব্যবহারকারী চাইলে বিভিন্ন ডিভাইসের ফটোগ্রাফি ইন্টারফেস এখানে ব্যবহার করতে পারবে। এ অ্যাপটির অন্যতম একটি সুবিধা হলো হোয়াইট ব্যালান্স নিয়ন্ত্রণ।

অর্থাৎ ছবিতে সূর্যের আলো বেশি থাকবে না নীল আলো সেটি নিয়ন্ত্রণ করা যাবে। এছাড়া ফ্ল্যাশ চালু বা বন্ধের অপশনও রয়েছে। ছবি তোলার পর কন্ট্রাস্ট, স্যাচুরেশনসহ অনেক কিছু পরিবর্তন করা যাবে।

১৯৯৮ ক্যাম: পুরনো দিনের মতো ছবি তুলতে চাইলে ১৯৯৮ ক্যাম সফটওয়্যারের বিকল্প নেই। এখানে বিভিন্ন ফিল্টার বাছাইয়ের পাশাপাশি গ্রিড লাইন ও ফ্রেম নির্বাচনের সুযোগ রয়েছে। পেইড ভার্সনে ব্যবহারকারীদের জন্য আরো ফিচার ও সুবিধা রাখা হয়েছে।

প্রোক্যাম: ডিএসএলআরের মতো এ অ্যাপের মাধ্যমে আরএডব্লিউ, টিআইএফএফ ফরম্যাটে ছবি তোলা যাবে। ফলে যারা মোবাইলে ছবি তোলার পর আরো সম্পাদনা করতে চান তাদের জন্য এ অ্যাপ বেশ সহায়ক হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অ্যাপ ব্যবহারকারীরা আইএসও সেটিংস পরিবর্তন করতে পারবেন। কম বা বেশি আলোয় আলাদা নিয়ন্ত্রণ ফিচারও রয়েছে। প্রোক্যামে লেন্সের ফোকাল লেংথ পরিবর্তনের সুবিধাও রয়েছে।

টাইমস্ট্যাম্প ক্যামেরা বেসিক: সহজে ব্যবহারের জন্য টাইমস্ট্যাম্প ক্যামেরা বেসিক অ্যাপ পরিচিত। নাম অনুযায়ী এটি ছবিতে টাইমস্ট্যাম্প যুক্ত করার সুবিধা দেয়। চাইলে তারিখের পাশাপাশি অবস্থানের তথ্যও যুক্ত করা যাবে এবং ছবির রেজল্যুশনও পরিবর্তন করা যাবে। টাইম ল্যাপস ও ভিডিও ধারণসহ অ্যাপটিতে ব্যাটারি সেভিং মোডও রয়েছে।

রেট্রোক্যাম: পুরনো দিনের চলচ্চিত্র থেকে শুরু করে অন্যান্য ফিল্টার ব্যবহারের সুবিধা থাকা রেট্রোক্যাম অনেকের পছন্দের শীর্ষে রয়েছে। মোবাইলে তোলা ছবি ও মিররলেস ক্যামেরা থেকে আনা জেপিইজিতে যেকোনো ফিল্টার ব্যবহার করা যায়।

এছাড়া অ্যাপটিতে ইনস্টাগ্রামের মতো কিছু বেসিক ফিল্টার রয়েছে। অ্যাপটির মাধ্যমে যেকোনো ছবির উজ্জ্বলতা, কনট্রাস্ট, ভাইব্রেন্স, হাইলাইটস, স্যাচুরেশন ও টেম্পারেচারের মতো বিষয় এডিটের সুবিধা রয়েছে।

ডেইজ ক্যাম: ভালো ছবি তোলার জন্য আরো একটি কার্যকর অ্যাপ হচ্ছে ডেইজ ক্যাম। ছবি তোলার পর এর রঙ ও অন্যান্য বিষয় পরিবর্তনে একাধিক ফিল্টার ব্যবহারের সুযোগ রয়েছে।

এ অ্যাপের মাধ্যমে ছবিতে তারিখসহ আরো কিছু বিষয় যুক্ত করা যাবে। ফ্রি ভার্সনে ব্যবহারকারীরা পাঁচটি ছবি সম্পাদনা করতে পারবেন। আনলিমিটেড সুবিধা পাওয়ার জন্য বছরে ১৯ দশমিক ৯৯ ডলার ব্যয়ে সাবস্ক্রিপশন গ্রহণ করতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে