বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৪৯:১০

সৌদি আরবের সাহস নেই : ইরান

সৌদি আরবের সাহস নেই : ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কমান্ডার মেজর জেনারেল মোহাম্মাদ আলী জাফারি বলেছেন, সিরিয়ায় স্থল অভিযান শুরুর সাহস ও সামর্থ্য সৌদি আরবের নেই। তিনি আরও বলেন, এ ধরনের পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা তাদের নেই। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।

জেনারেল জাফারি বলেছেন, সৌদি আরব সম্ভবত আমেরিকার মতো দেশগুলোর সরবরাহকৃত সমরাস্ত্রের সাহায্যে বিমান হামলা চালাতে চায়। এর মাধ্যমে তারা সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের অবস্থান শক্তিশালী করার ষড়যন্ত্র করেছে। কিন্তু এ ধরনের তৎপরতায় কোনো লাভ হবে না। কারণ সিরিয়ার জনগণ ও সেনাবাহিনী তাদের ভূখণ্ড রক্ষার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ।

সৌদি আরব ইয়েমেনে আগ্রাসন চালাচ্ছে এবং সেখানে বড় ধরনের সংকটে পড়েছে। এ অবস্থায় সিরিয়াতেও সেনা পাঠানোর পরিকল্পনা গ্রহণ করেছে। তবে সিরিয়া বলেছে, সেদেশে প্রবেশ করলে সৌদি সেনাদেরকে কফিনে করে নিজ দেশে পাঠানো হবে।
১৭ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে