বুধবার, ১৭ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৫২:২৭

টানা ১৯ দিনে ২২০০ কিমি সাইকেল চালিয়ে নজির কন্যাকুমারীর

টানা ১৯ দিনে ২২০০ কিমি সাইকেল চালিয়ে নজির কন্যাকুমারীর

আন্তর্জাতিক ডেস্ক : একা একা টানা ১৯ দিনে পনভেল থেকে সাইকেলে কন্যাকুমারী।  দলের সঙ্গেও নয়, একেবারে একা। আত্মোপলব্ধির এ সফরে যেমন নজির গড়লেন প্রিসিলিয়া মদন, তেমনই দেখিয়ে দিলেন ভারতের নারী নিরাপত্তা অতটাও ঠুনকো নয়।

সম্বল বলতে ছিল তিন জোড়া জামা-কাপড়, সাইকেল ঠিক রাখার যন্ত্রপাতি, ঘরে বানানো বেসনের লাড্ডু আর চিঁড়ে।  আর অদম্য মনোবল।  এ সফর আমায় অনেক কিছুই শিখিয়েছে বলে জানান।  বিশেষ করে, কীভাবে না বলতে হয়।   অন্যের না-টাও কীভাবে গ্রহণ করতে হয়, হাসতে হাসতে বলেন বছর বাইশের প্রিসিলিয়া।

ধনঞ্জয় মদন অবশ্য প্রথমদিকে বেশ চিন্তাতেই ছিলেন মেয়েকে নিয়ে।  তিনিই মেয়ের মাথায় খুব অল্প বয়স থেকেই ঢুকিয়ে দিয়েছিলেন সাইকেলে করে দেশ চষার নেশা।  কিন্তু সেই সব সময়ে তিনি ছিলেন মেয়ের সঙ্গেই।

এবার দুশ্চিন্তার কারণ থাকলেও দেখা গেল, পৃথিবী তার মেয়ের পাশে এসে দাঁড়িয়েছে।  মলয়ালম ছবির অভিনেত্রী অন্নপূর্ণা পরমেশ্বরম যেমন গাড়ি থামিয়ে সেলাম জানিয়েছিলেন এই সাহসিনীকে।  কন্যাকুমারীর এক তামিল বই-বিক্রেতা উপহার দিয়েছিলেন বিবেকানন্দের বাণী।

কর্ণাটকের এক আইসক্রিমওলা সমুদ্রতটে একা মেয়েটাকে বসে থাকতে দেখে হাতে ধরিয়ে দিয়েছিলেন একটা ফ্রি চকোবার।  গুরুভায়ুর মন্দিরে যাওয়ার সময় ওই অঞ্চলের বাসিন্দা ডাক্তার সুধা উপহার দিয়েছিলেন শাড়ি।

পুলিশের কাছেও আমি ঋণী।  তারা শুধু আমায় পথ বলে দিয়ে সাহায্য করেছেন, তাই নয়, পাশাপাশি আমার রুটের প্রত্যেকটা থানায় জানিয়ে রেখেছিলেন আমার আসার কথা, জানালেন প্রিসিলিয়া।

আসলে সাহসটাই তো সব! সাহস করে এগোতে পারলে যেমন সব বাধা দূর হয়ে যায়, প্রিসিলিয়ার সঙ্গেও সেটাই হয়েছে। তবে, সে সব নিয়ে কোনো রকম উচ্ছ্বাস দেখানোর সময়টুকুও হাতে নেই মেয়ের।  তিনি এখন সাংঘাতিক ব্যস্ত এক শিল্পী বন্ধুর সঙ্গে হাত মিলিয়ে উপহার বানাতে।  যারা এই ১৯ দিনে সঙ্গ দিয়েছেন তাকে, তাদের একটা পাল্টা উপহার তো দিতেই হয়।
 ১৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে