রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪, ০৭:০৭:৪৮

পৃথিবীর চারপাশে আজ থেকে ঘুরবে নতুন একটি চাঁদ!

পৃথিবীর চারপাশে আজ থেকে ঘুরবে নতুন একটি চাঁদ!

আন্তর্জাতিক ডেস্ক : আজ থেকে পৃথিবীর চারপাশে ঘুরবে একটি নতুন মিনি-চাঁদ। এটি আদতে একটি ছোট গ্রহাণু। বিজ্ঞানীরা এই গ্রহাণুটির নাম দিয়েছেন 2024 PT5। এটি চাঁদের মতো একেবারে স্থায়ী উপগ্রহ নয়। বরং এটি কিছুদিনের পৃথিবীর মাধ্যাকর্ষণে আটকে থাকবে।

মিনি-চাঁদ আসলে ছোট গ্রহাণু, যা পৃথিবীর মাধ্যাকর্ষণ দ্বারা সাময়িকভাবে আটকা পড়ে আমাদের চারপাশে ঘুরতে থাকে। এ ধরনের ঘটনা খুব বেশি ঘটে না। সেক্ষেত্রে আজ এই বিরল ঘটনাটি ঘটতে যাচ্ছে।

2024 PT5 নামের এই মিনি-চাঁদের আকার মাত্র ৩৩ ফুট (প্রায় ১০ মিটার), যা অত্যন্ত ছোট। এটি সম্ভবত Arjuna নামে পরিচিত গ্রহাণুদের দলের অন্তর্ভুক্ত। এদের কক্ষপথ পৃথিবীর কক্ষপথের কাছাকাছি থাকে। এই গ্রহাণুটি আগামী ৫৭ দিনের জন্য পৃথিবীর মাধ্যাকর্ষণে আটকে থাকবে, তারপরে এটি আবার সূর্যের চারপাশে নিজের পুরনো কক্ষপথে ফিরে যাবে।

২০২৪ PT5 পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা কিছু সময়ের জন্য পৃথিবীর চারপাশে ঘুরবে। এটি পূর্ণ একটি কক্ষপথ সম্পন্ন করবে না; বরং এটি পৃথিবীর কাছাকাছি থাকাকালীন সময়টুকুতে শুধুমাত্র একটি সাময়িক ফ্লাইবাই (উড়ান) করবে। তারপর এটি আবার সূর্যের কক্ষপথে ফিরে যাবে।

যারা এই মিনি চাঁদটি দেখার আশা করছেন, তাঁদের জন্য দুঃসবাদ আছে। এটি খালি চোখে দেখার উপায় নেই।

কারণ এটি এতই ছোট এবং মৃদু আলোকিত থাকবে।  তাই খালি চোখে এটি দেখা সম্ভব হবে না। এমনকি সাধারণ টেলিস্কোপেও এটি ধরা পড়বে না। তবে পেশাদার বিজ্ঞানীরা এটি পর্যবেক্ষণ করতে সক্ষম হবেন বিশেষ সরঞ্জামের সাহায্যে।

মিনি-চাঁদের ঘটনাগুলো মহাকাশ গবেষণার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। এগুলোতে থাকা খনিজ এবং অন্যান্য উপাদানগুলো মহাকাশ অভিযানের জ্বালানি হিসাবে ব্যবহৃত হতে পারে। 

পৃথিবীর মাধ্যাকর্ষণে আটকে থাকা এই সাময়িক মিনি-চাঁদটি বিজ্ঞানীদের কাছে মহাকাশের আরও জটিলতা এবং সৌরজগতের গঠন বোঝার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। যদিও এটি খুব ছোট এবং প্রায় অদৃশ্য, তবুও মহাকাশে ঘটে যাওয়া এমন ঘটনা সবসময়ই আমাদের জন্য এক নতুন রহস্যের দ্বার উন্মোচন করে। সূত্র: লাইভ সায়েন্স

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে