বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৮:০৮:৫৪

তুরস্কে ভয়াবহ হামলায় নিহত ২৮, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সফর বাতিল

তুরস্কে ভয়াবহ হামলায় নিহত ২৮, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সফর বাতিল

আন্তর্জাতিক ডেস্ক : রাজধানীতে সংসদ ভবনের কাছে সেনাবাহিনীর একটি বাসে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। সামরিক বাহিনীর একটি হাউজিং কমপ্লেক্সের কাছে প্রচণ্ড বিস্ফোরণে শহরের বিরাট অংশ কেঁপে ওঠে। এতে সেনাকর্মকর্তাসহ অন্তত ২৮ জন নিহত এবং অপর ৬১ জন আহত হয়েছে।

তুরস্কের রাজধানী আংকারার মধ্যাঞ্চলে বুধবার এই হামলার ঘটনা ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে, পুরো রাজধানীতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দেশটির উপ প্রধানমন্ত্রী ও সরকারের মুখপাত্র নুমান কুরতুলমুস জানিয়েছেন, বিস্ফোরণে আহত ৬১ জনকে রাজধানীর ১৪টি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে তিনি বিস্ফোরণে হতাহতদের সঠিক সংখ্যা জানাতে পারেন নি। পরে অবশ্য তিনি জানান, বিস্ফোরণে অন্তত ২৮ জন নিহত হয়েছে। এর আগে, তুর্কি স্বাস্থ্যমন্ত্রী মেহমেত মুয়েজিনওগ্লু ২০-২১ জন নিহত হওয়ার কথা বলেছিলেন।

তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একেপি’র কর্মকর্তা ওমর সেলিক এ ঘটনাকে 'সন্ত্রাসী তৎপরতা' বলে মন্তব্য করেন। তিনি বলেন, রাজধানীর ঘনবসতিপূর্ণ এলাকায় বোমা বিস্ফোরণের মাধ্যমে আরেকবার সন্ত্রাসবাদের মুখোশ উন্মোচন হয়েছে।

তুর্কি সরকারের দেয়া বিবৃতিতে জানানো হয়েছে, একটি বাসে এ বিস্ফোরণ ঘটানো হয়। বাসটিতে তুর্কি জেনারেল স্টাফের সদস্যরা ছিলেন।

বিস্ফোরণের পর তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার পূর্বঘোষিত আজারবাইজান সফর বাতিল করেছেন। এছাড়া, প্রধানমন্ত্রী আহমেদ দাউদওগ্লুর ব্রাসেলস সফর করার কথা ছিল কিন্তু তিনিও সে সফর বাতিল করেছেন।
১৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে