মঙ্গলবার, ০১ অক্টোবর, ২০২৪, ০৮:১৩:০৮

আপাতত বাংলাদেশি নাগরিকদের যে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিল ভারত

আপাতত বাংলাদেশি নাগরিকদের যে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিল ভারত

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকায় ভারতীয় হাইকমিশনের ভিসা সেন্টারের সামনে বিক্ষোভ ও হট্টগোলের ঘটনার পরিপ্রেক্ষিতে ২০ হাজারের বেশি বাংলাদেশি ভিসাপ্রত্যাশীর পাসপোর্ট ফেরত দিয়েছে হাইকমিশন। এ ছাড়া মেডিক্যাল ভিসা অথবা আপৎকালীন প্রয়োজন ছাড়া আপাতত বাংলাদেশি নাগরিকদের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, বর্তমানে শুধু সীমিতসংখ্যক জরুরি ভিসার আবেদন প্রক্রিয়া করা হচ্ছে।

অবশ্য এর মধ্যে কিছু ব্যতিক্রম ভিসা আবেদনও রয়েছে, যেমন—মেডিক্যাল ইমার্জেন্সি, স্টুডেন্ট ভিসা এবং তৃতীয় দেশে ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডবল এন্ট্রি ভিসা।

২০২৩ সালে প্রায় ১৬ লাখ বাংলাদেশি নাগরিকের ভিসা ইস্যু করেছিল ভারত, যার মধ্যে প্রায় সাড়ে চার লাখ ভিসা ইস্যু করা হয়েছিল চিকিৎসার উদ্দেশ্যে।

টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে জানিয়েছে, শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৫ আগস্ট থেকে বাংলাদেশিদের ক্ষেত্রে ভারতীয় ভিসা প্রদান সীমিত করা হয়েছে। বাংলাদেশে ভারতীয় ভিসা সেন্টারগুলো অনেকাংশে বন্ধ করে দেওয়া হয়েছে।

ইউরোপের অনেক দেশের ভিসার জন্য বাংলাদেশিরা ভারতে অবস্থিত দূতাবাসের ওপর নির্ভর করে। এ ছাড়া দুর্গাপূজা ঘনিয়ে আসায় অনেকে পশ্চিমবঙ্গে আসতে ইচ্ছুক। এ কারণে হতাশাগ্রস্ত আবেদনকারীদের অনেকেই ব্যাপকভাবে হাইকমিশনে ই-মেইল করেছেন। এমনকি ই-মেইলে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে