মঙ্গলবার, ০১ অক্টোবর, ২০২৪, ০৮:৩৩:৪৮

আইএমএফের বিবৃতি; যে সুখবর বাংলাদেশের জন্য

আইএমএফের বিবৃতি; যে সুখবর বাংলাদেশের জন্য

এমটিনিউজ২৪ ডেস্ক : বাংলাদেশের প্রতি আর্থিক সহায়তা অব্যাহত রাখার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের আর্থিক সংস্কার বাস্তবায়নে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। 

সরকারের সাম্প্রতিক উন্নয়ন ও সংস্কারের অগ্রাধিকার বিষয়ে আলোচনার জন্য গত ২৪ সেপ্টেম্বর ঢাকা সফরে আসে আইএমএফের একটি প্রতিনিধিদল। ক্রিস পাপাজর্জিওর নেতৃত্বে এই মিশন গতকাল সোমবার তাদের সফর শেষে দেওয়া এক বিবৃতিতে এই সমর্থনের কথা জানিয়েছে।

আইএমএফ স্টাফ মিশনের প্রতিনিধিদল বাংলাদেশ ব্যাংকসহ সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে মুদ্রানীতি, মূল্যস্ফীতি ডলার বাজার, রিজার্ভ ব্যবস্থাপনা, আন্তর্জাতিক লেনদেন (বিওপি) পদ্ধতি, রাজস্ব সংস্কার, ব্যাংকের তারল্য পরিস্থিতি, খেলাপি ঋণ, জ্বালানি খাতে ভর্তুকি কমানোসহ ৪৭টি ইস্যুতে দফায় দফায় বৈঠক করেছে।

বৈঠকে সংস্থাটির ৪৭০ কোটি ডলার ঋণের শর্ত হিসেবে জুড়ে দেওয়া পরামর্শগুলো চুলচেরা বিশ্লেষণ করা হয়েছে। দাতা সংস্থাটি হাতে গোনা কয়েকটি শর্ত ছাড়া প্রায় সব কিছুর বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছে। কিন্তু ডলারের দর বেঁধে দেওয়া, রিজার্ভ থেকে ডলার বিক্রি, কৌশলে খেলাপি ঋণ গোপন, মোট দেশজ উৎপাদন (জিডিপি) ও রাজস্ব আদায় অনুপাতে ঘাটতি (ট্যাক্স জিডিপি রেশিও) ও রপ্তানি আয়ের হিসাব নিয়ে প্রতিনিধিদল ব্যাপক আপত্তি তুলেছে। গত ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয় বলে সূত্র থেকে জানা গেছে।

সফর শেষে আইএমএফের বিবৃতি: এক বিবৃতিতে আইএমএফ জানায়, সাম্প্রতিক আন্দোলনে হতাহতের ঘটনায় আমরা গভীরভাবে শোকসন্তপ্ত। সময়মতো অন্তর্বর্তী সরকার গঠন দেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল করতে সাহায্য করেছে, যার ফলে পর্যায়ক্রমে স্বাভাবিক অবস্থা ফেরে অর্থনীতিতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে