আন্তর্জাতিক ডেস্ক : পুজোর মরসুমে Amazon এর Great Indian Festival Sale 2024 শুরু হয় গেছে। এই সেল নন-প্রাইম মেম্বরদের জন্য 27 সেপ্টেম্বর আজ থেকে শুরু হয়েছে। সেল চলাকালীন কোম্পানি স্মার্টফোন, স্মার্ট টিভি সহ যাবতীয় জিনিসে একগুচ্ছ সুবিধা অফার করছে। ছাড়ের পাশাপাশি, গ্রাহকরা এক্সচেঞ্জ অফার এবং ব্যাঙ্ক অফারেও দুর্দান্ত ছাড় পাবেন। আপনি যদি OnePlus 12R 5G স্মার্টফোন এই সেলে কেনার কথা ভাবছেন তবে এটাই সুযোগ। এখানে আমরা ওয়ানপ্লাস 12আর ফোনের ডিল সম্পর্কে জানাবো।
OnePlus 12R 5G ফোনের দাম, অফার এবং ডিল
ওয়ানপ্লাস 12আর 5জি ফোনের 8GB RAM এবং 256GB স্টোরেজ মডেলটি 37,999 টাকায় লিস্ট করা। তবে ওয়ানপ্লাস ফোনটি 42,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। ব্যাঙ্ক অফারে SBI ক্রেডিট কার্ড পেমেন্টে 1750 টাকার ছাড় পেতে পারেন। যার পরে ফোনের দাম কমে কমে 36,249 টাকা হয় যাবে।
এছাড়া ওয়ানপ্লাস 12R ফোনের 16GB RAM/256GB ভ্যারিয়্যান্ট 40,999 টাকায় লিস্ট করা হয়েছে। এতে SBI ক্রেডিট কার্ডে 1750 টাকার ইনস্ট্যান্ট ছাড় পেতে পারেন। যার পরে ফোনের দাম 39,249 টাকা হয় যাবে।
ওয়ানপ্লাস 12আর ফোনে স্পেসিফিকেশন কী রয়েছে
ডিসপ্লের কথা বললে, ওয়ানপ্লাস 12আর ফোনে 6.78-ইঞ্চির কার্ভড ডিপস্লে দেওয়া হয়েছে। এটি 1.5K পিক্সেল রেজোলিউশন, 120Hz রিফ্রেশ রেট এবং 4500 নিট পিক ব্রাইটনেস রয়েছে। প্রসেসর হিসেবে এই ফোনে Snapdragon 8 Gen 2 চিপসেট দেওয়া হয়েছে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ফোনের রিয়ারে 50MP প্রাইমারি সেন্সর, 8MP আলট্রা ওয়াইড সেন্সর এবং 2MP ম্যাক্রো ক্যামেরা দেওয়া। ফ্রন্টে সেলফি তোলার জন্য 16MP সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে।
পাওয়ার দিতে স্মার্টফোনে 5500mAh ব্যাটারি দেওয়া হয়েছে যা 100W চার্জিং সাপোর্ট করে।