আন্তর্জাতিক ডেস্ক : সেলে বিভিন্ন বাজেটের স্মার্টফোনে দুর্দান্ত ছাড় রয়েছে Redmi 13C 5G স্মার্টফোনের বিষয় কথা বলছি, যা মাত্র 8999 টাকায় কেনা যাবে অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভাল সেলে গ্রাহকরা রেডমি 13C 5G
পুজোর মরসুমে সমস্ত ই-কমার্স কোম্পানিরা সেল চালু করেছে। Amazon Great Indian Festival Sale সেল চলাকালীন গ্রাহকরা বিভিন্ন বাজেটের স্মার্টফোনে দুর্দান্ত ছাড় পাবেন। এমনই একটি ডিল আমরা এই খবরে নিয়ে এসেছি। আপনি যদি 10000 টাকার দামে নতুন স্মার্টফোন কিনবেন ভাবছেন তবে এটাই সুযোগ। এখানে আমরা Redmi 13C 5G স্মার্টফোনের বিষয় কথা বলছি, যা মাত্র 8999 টাকায় কেনা যাবে। আসুন জেনে নেওয়া যাক অফারের বিষয়।
Redmi 13C 5G ফোনের ডিসকাউন্ট এবং অফার
অ্যামাজন গ্রেট ফ্রিডম ফেস্টিভাল সেলে গ্রাহকরা রেডমি 13C 5G ফোনে 2000 টাকার ছাড় অফার করছে। এই ফোনের 4GB RAM এবং 128GB স্টোরেজ মডেলটি 10,999 টাকায় লঞ্চ হয়ছিল। তবে অ্যামাজন সেলে এটি মাত্র 8999 টাকায় বিক্রি হচ্ছে। এটি কোনো অফার ছাড়াই কেনা যাবে। রেডমি 13C ফোনটি কিনতে এখানে ক্লিক করুন
Redmi 13C 5G
রেডমি 13C 5G ফোনে স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
ডিসপ্লে: রেডমি 13C 5G ফোনে 6.74-ইঞ্চির HD+ ওয়াটারড্রপ নচ ডিসপ্লে রয়েছে। এটি 1600 x 720 পিক্সেল রেজোলিউশন এবং 90Hz রিফ্রেশ রেট, 600 নিট পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর: পারফরম্যান্সের ক্ষেত্রে রেডমি ফোনে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+ অক্টাকোর চিপসেটে লঞ্চ করা হয়েছে।
ক্যামেরা: ফটোগ্রাফির ক্ষেত্রে রেডমি 13সি 5জি ফোনটি ডুয়াল রিয়ার ক্যামেরা সাপোর্ট করে। এতে 50MP প্রাইমারি সেন্সর রয়েছে। সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য স্মার্টফোনে 5MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
ব্যাটারি: পাওয়ার দিত রেডমি ফোনে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে। এটি চার্জ করতে এতে 18W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।