বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:৩০:১৮

পতন ঠেকাতে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন আসাদ

পতন ঠেকাতে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন আসাদ

আন্তর্জাতিক ডেস্ক : নিজের পতন ঠেকাতে সাধারণ ক্ষমা ঘোষণা করলেন সিরিয়ার স্বৈরশাসক বাশার আল-আসাদ। এক ডিক্রি জারির মাধ্যমে তিনি এই উদ্যোগ নেন। অবশ্য যাদের বিরুদ্ধে এই মুহূর্তে তদন্ত চলছে এবং যারা গ্রেফতার হওয়ার পর পালিয়ে গেছে তাদের ক্ষেত্রে এই ক্ষমা কার্যকর হবে না।

সিরিয়ার সেনাবাহিনী যখন বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধে কিছু সাফল্য অর্জন করার খবর পাওয়া যাচ্ছে ঠিক তখনই দলছুট সেনাদের প্রতি সাধারণ ক্ষমা ঘোষণা করলেন প্রেসিডেন্ট আসাদ।

ডিক্রিতে বলা হয়েছে, সেনাবাহিনী থেকে পালিয়ে যাওয়া সদস্যদের পাশাপাশি সামরিক বাহিনী-সংক্রান্ত সব ধরনের অপরাধীদের ক্ষমা করে দেয়া হয়েছে। দেশটির সরকারি বার্তা সংস্থা সানা এ খবর জানিয়েছে।

সিরিয়ার ভেতরে বা বাইরে অবস্থানরত সব সেনা সদস্য এই সাধারণ ক্ষমার আওতায় আসবেন। এ ছাড়া, ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারির আগ পর্যন্ত সেনাবাহিনীতে সংঘটিত অপরাধ এ ক্ষমার আওতায় আসবে।

যেসব সেনা এই ক্ষমা পেতে চান তাদেরকে অবিলম্বে সিরিয়ার কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পন করতে হবে। যেসব সেনা সিরিয়ার ভেতরে রয়েছে তাদেরকে আত্মসমর্পনের জন্য একমাস এবং যারা দেশের বাইরে রয়েছে তাদেরকে দুই মাসের সময় দেয়া হয়েছে।

লন্ডন-ভিত্তিক সিরিয়ার কথিত মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস গত বছর জানিয়েছিল, দেশটিতে ২০১১ সালের মার্চ মাসে সহিংসতা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত সেনাবাহিনী থেকে ৭০,০০০ ব্যক্তি পালিয়ে গেছে।

গোড়ার দিকে সেনাবাহিনীর অনেক সদস্য মনে করেছে, শিগগিরই প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতন হতে যাচ্ছে। কিন্তু সাম্প্রতিক সময়ে সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের হাতে পতন হওয়া গ্রাম ও শহরগুলো একের পর এক পুনর্দখল করেছে এবং তাদের অগ্রাভিযান অব্যাহত রয়েছে।
১৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে