বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৩:২৩:৫৩

ব্রিটিশ জঙ্গি বিমানের ধাওয়া খেয়ে পালিয়ে গেল রুশ বোমারু বিমান

ব্রিটিশ জঙ্গি বিমানের ধাওয়া খেয়ে পালিয়ে গেল রুশ বোমারু বিমান

আন্তর্জাতিক ডেস্ক: দুটি রাশিয়ান বোমারু বিমান আকাশ সীমায় প্রবেশের চেষ্টা করলে ধাওয়া দেয় ব্রিটিশ জঙ্গিবিমান। দেশটির রয়াল এয়ার ফোর্সের যুদ্ধ বিমান টাইফুন ধাওয়া খেয়ে পালিয়ে যায় রুশ বিমান।

বুধবার যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন, রাশিয়ার টিউপলেভ টিইউ-১৬০ বিমান ব্রিটেনের আকাশ সীমার নিকটবর্তী এলাকায় চলে আসে যদিও তা ব্রিটেনের আকাশসীমায় প্রবেশ করেনি।

রয়াল এয়ারফোর্সের কিছু যুদ্ধ বিমান পূর্ব ইংল্যান্ডের লিংকনশায়ার থেকে বিকেলবেলা পাঠানো হয়েছে নিরাপত্তা সতর্কতার অংশ হিসেবে। মুখপাত্র বলেন, ‘আমরা সেখানে টাইফুন যুদ্ধ বিমান পাঠিয়েছি ত্বরিৎ প্রতিক্রিয়া হিসেবে।’

যুক্তরাজ্যের আকাশসীমা যুক্তরাজ্যের সমুদ্রসীমা থেকেও ১২ মাইল বর্ধিত। রয়াল এয়ারফোর্স গত এক বছরে এনিয়ে ৬ বারের মত রাশিয়ান যুদ্ধ বিমান ধাওয়া করেছে।

ধরে নেয়া হচ্ছে বিমানগুলো রাশিয়ার সামরিক বাহিনীর দূরবর্তী কোনো ঘাঁটির তবে তা যুক্তরাজ্যের আকাশসীমা লংঘণ করেনি।

টাইফুন যুদ্ধ বিমান ব্রিটিশ সামরিক বিমান ঘাঁটি আক্রতিরি থেকে সর্বশেষ আইএসএস এর ওপর বোমা নিক্ষেপের মিশনে অংশ নিয়েছিল।
১৮ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে