বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪, ০৯:৩৭:১৯

জানেন ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ে কোন ৫টি দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়?

জানেন ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ে কোন ৫টি দেশের শীর্ষ বিশ্ববিদ্যালয়?

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং-২০২৫-এর ফলাফল প্রকাশ করেছে। এতে ৮০১ থেকে ১০০০-এর মধ্যে রয়েছে দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়।

বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। এরপরই ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি।

এ বছরের র‍্যাঙ্কিংয়ে ১১৫টি দেশের দুই হাজারের বেশি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে। আর বাংলাদেশের ১৭টি বিশ্ববিদ্যালয় এ বছর র‍্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে। বাকি ৭টি রিপোর্টার হিসেবে তালিকায় নাম এসেছে। ২০২৫ সালে বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের র‌্যাঙ্কিংয়ে প্রথম ৮০০ তালিকায় নেই বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়।

গত বছর বাংলাদেশের আরও তিনটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথভাবে শীর্ষস্থান অর্জন করে নর্থ সাউথ। গত বছরের শীর্ষ এ চার বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ বছর শীর্ষস্থান ধরে রেখেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ)। এদের সঙ্গে নতুন তিনটি বিশ্ববিদ্যালয় শীর্ষস্থানে এসেছে। 

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী সর্বশেষ এ সাফল্যের বিষয়ে বলেন, ‘এই অর্জন আমাদের বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মচারী এবং প্রাক্তন শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, নিষ্ঠা, প্রতিশ্রুতি এবং এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের দিকনির্দেশনার সুস্পষ্ট প্রতিফলন। নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশের ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলা, উদ্ভাবনকে উৎসাহিত করা এবং উচ্চশিক্ষার অগ্রগতিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

এছাড়া, তিনি শিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এবং অন্যান্য নিয়ন্ত্রক সংস্থাগুলোকে তাদের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি তিনি অন্যান্য সহযোগী বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের অনুপ্রেরণার জন্য ধন্যবাদ জানান।

টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং গবেষণা ও অন্যান্য ক্ষেত্রে বিশ্বের শীর্ষস্থানীয় একাডেমিক প্রতিষ্ঠানগুলোকে স্বীকৃতি দেয়ার জন্য প্রসিদ্ধ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে