আন্তর্জাতিক ডেস্ক : আঙ্কারায় পার্লামেন্ট ভবনের কাছে বিস্ফোরণে ২৮ জন প্রাণ হারিয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান বলছেন রাজধানী আঙ্কারায় বুধবারের বোমা বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জনকে আটক করা হয়েছে। তিনি বলেছেন, সন্দেহ জনক আরো কয়েক জনকে গ্রেপ্তার করা হবে। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
আঙ্কারায় পার্লামেন্ট ভবন এবং সেনাবাহিনীর সদরদপ্তরের কাছে ঘটানো বুধবারের ওই বিস্ফোরণে মারা গেছে ২৮ জন। এর আগে দেশটির প্রধানমন্ত্রী এই ঘটনার জন্য কুর্দী জঙ্গিদের দায়ী করে যে বক্তব্য দিয়েছেন প্রেসিডেন্টও সেই কথাই বলেছেন।
প্রেসিডেন্ট রেচেপ তাইপ এরদোয়ান বলেছেন বিস্ফোরণের সঙ্গে জড়িত সন্দেহে ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধানমন্ত্রী আহমেদ দাভুতগলু বলেন, কুর্দী জঙ্গি গোষ্ঠি পিকেকে-র সহায়তায় ওয়াইপিজি নামে সিরীয় কুর্দী জঙ্গি এই হামলা চালিয়েছে।
প্রধানমন্ত্রী বলেছেন বোমা হামলাকারীর নাম সালিহ নেসার- এবং সে সিরীয় নাগরিক। তবে ওয়াইপিজি গোষ্ঠি জানিয়েছে তারা এই হামলার জন্য দায়ী নয় এবং পিকেকে বলেছে কারা এই হামলা চালিয়েছে তা তারা জানে না।
তুরস্কের সেনাবাহিনী ইতিমধ্যেই উত্তর ইরাকে পিকেকে লক্ষ্যবস্তুর ওপর গত রাতে শাস্তিমূলক বিমান হামলা চালিয়েছে এবং মিঃ দাভুতগলু বলেছেন, পিকেকের প্রথম সারির কিছু যোদ্ধাসহ ৬০ থেকে ৭০ জন ওই হামলায় প্রাণ হারিয়েছে।
মধ্যপ্রাচ্য বিষয়ক সম্পাদক সেবাস্টিয়ান আশার বলছেন পরিস্থিতি বেশ জটিল কারণ ওয়াইপিজির পেছনে আমেরিকার সমর্থন রয়েছে এবং সিরিয়ায় আইএস-র বিরুদ্ধে লড়াইয়ে ওয়াইপিজিকে আমেরিকা একটা গুরুত্বপূর্ণ মিত্র বলে মনে করে।
১৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই