আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কে আজ (বৃহস্পতিবার) আবার এক বোমা হামলায় নিরাপত্তা বাহিনীর অন্তত ছয় সদস্য নিহত এবং এক সেনা মারাত্মকভাবে আহত হয়েছে। তুর্কি সশস্ত্র বাহিনী আজ এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। রেডিও তেহরানের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
সেনা সদস্যরা সামরিক গাড়িতে করে দিয়ারবাবাকির থেকে লিস জেলায় যাওয়ার সময় বোমা হামলার কবলে পড়ে। হামলায় ঘরে তৈরি বোমা ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। দূর থেকে বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে। রাজধানী আংকারায় বোমা হামলায় ২৮ জন নিহত হওয়ার মাত্র একদিন পরই দেশটিতে দ্বিতীয় দফা বোমা হামলার ঘটনা ঘটল।
এদিকে, গতকাল সুইডেনের স্টকহোমে তুরস্কের সাংস্কৃতিক কেন্দ্রে আরেক বোমা হামলা হয়েছে। এতে কেউ হতাহত না হলেও ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ পর্যন্ত কাউকে গ্রেফতারের খবর পাওয়া যায় নি।
১৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই