বৃহস্পতিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:১৩:০০

ডাক্তারের হাত কামড়ে দিলেন আরেক ডাক্তার

ডাক্তারের হাত কামড়ে দিলেন আরেক ডাক্তার

আন্তর্জাতিক ডেস্ক : মুখে মুখে ঝগড়া কি পোষায়? মারপিটেও তেমন দম পাওয়া যায়নি।  তাই শেষমেষ কামড়ে দিল।  দুই ডাক্তারের ঝগড়ার এটাই পরিণতি।  তারা দুজন রায়গঞ্জ জেলা হাসপাতাল সুপার বনাম জেলারই আইএমএ সেক্রেটারি।  অভিযোগ, দুজনের গণ্ডগোল এমন মাত্রায় পৌঁছে যে, আইএমএ কর্তা কামড়ে দেন সুপারকে।

জিনিউজের এক প্রতিবেদনে এমন খবর জানা গেছে।

হাসপাতালের সুপারের হাতে কামড়ে দিলেন অপর ডাক্তার।  সুপার অনুপ হাজরা আপাতত আইসিসিইউ-তে ভর্তি।  সামান্য একটি ছুটির দরখাস্ত ঘিরে এ ধুন্ধুমার কাণ্ড।  জেলা হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ কমল সরকারের ছুটির আবেদন নিয়ে এদিন সুপারের সঙ্গে কথা বলতে যান, ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের জেলা সেক্রেটারি অনুপম সাহা।

অভিযোগ, সুপার ছুটি মঞ্জুর করছিলেন না।  এরপরই ঝামেলা শুরু।  অনুপম সাহারও পাল্টা অভিযোগ, প্রথমে অকথ্য ভাষায় গালিগালাজ, পরে তাকে মারধর করেন সুপার।  থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি।

মেয়ের উচ্চমাধ্যমিক পরীক্ষার জন্য ছুটির আবেদন।  কে দায়িত্ব সামলাবেন, তাও ঠিক ছিল।  কিন্তু অভিযোগ, সুপার অনুপ হাজরা ছুটি দিতে নারাজ। জানান, তৃণমূলের চিকিত্‍সক সংগঠনকে।  

অনুপম সাহা তৃণমূলের চিকিত্‍সক সংগঠনের নেতা।  তিনি কথা বলতে যান। সুপারের ঘরে যান।  সেখানে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।  এরপরেই ঝামেলা বেধে যায়।
১৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে