শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৯:১৪:২৬

তুরস্কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল রাশিয়া

তুরস্কের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক : এবার তুরস্কের বিরুদ্ধে পাল্টা ও গুরুতর অভিযোগ তুলল রাশিয়া। এই অভিযোগ কোন সংবাদমাধ্যমে নয়, সরাসরি জাতিসংঘে করেছে সেখানে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভিতালি চুরকিন। গত ১০ ফেব্রুয়ারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দেয়া এক চিঠিতে তিনি এ অভিযোগ করেন। যেই ইসলামিক স্টেট বা আইএস দমনে মরিয়া হয়ে কাজ করছে তুরস্ক, সেই দেশটির বিরুদ্ধ এই গোষ্ঠিকে সহযোগিতার অভিযোগ তুলেছে মস্কো।

তুরস্কের অভিযোগ, দেশটির সীমান্তে কুর্দি সন্ত্রাসীদের সহায়তা দিচ্ছে রাশিয়া। রুশ সহায়তা পেয়ে সাম্প্রতিক সময়ে হামলা জোরদার করেছে তারা।  

চুরকিন ওই চিঠিতে দাবি, ককেশাস ও মধ্য-এশিয়া থেকে জঙ্গি গোষ্ঠী আইএসে নতুন সন্ত্রাসী রিক্রুট করার বিষয়ে সহায়তা দিচ্ছে তুরস্ক। সমর্থনকারীরা তুরস্কের আনাতালিয়া শহরে একটি নেটওয়ার্ক প্রতিষ্ঠা করেছে যার মাধ্যমে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত কয়েকটি দেশ থেকে সন্ত্রাসীদের আনা যায়।

চিঠিতে আরো বলা হয়েছে, রাসলান রাস্তিয়ামোভিচ খাইবুলভ নামে রাশিয়ার একজন নাগরিক এই নেটওয়ার্কের নেতৃত্ব দিচ্ছে। রাস্তিয়ামোভিচ এখন তুরস্কের স্থায়ী বাসিন্দা।

চুরকিন আরো জানান, গত সেপ্টেম্বর মাসে ইউরোপ ও মধ্য-এশিয়া থেকে তুরস্ক হয়ে ১,০০০ সন্ত্রাসী সিরিয়ায় গেছে। এছাড়া, তুরস্কের জেলে বন্দী বিদেশি নাগরিকদের জন্য আইনজীবী নিয়োগ দেয়া হয় এবং বন্দীরা আইএসে যোগ দিতে রাজি হলে তাদেরকে মুক্তি দেয়া হয়।

রাশিয়া বেশ কিছুদিন আগে থেকে আরো অভিযোগ করে আসছে, তুরস্কের গোয়েন্দা সংস্থা দায়েশ সন্ত্রাসীদেরকে সিরিয়া থেকে বিমানে কিংবা সমুদ্রপথে ইয়েমেন যাওয়ার বিষয়ে সহযোগিতা করছে। রাশিয়ার এসব অভিযোগ সম্পর্কে জাতিসংঘের তুর্কি মিশন এখনো কোনো মন্তব্য করে নি।
১৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে