আন্তর্জাতিক ডেস্ক : চীনের ব্যপারে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। ওয়াশিংটনে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি বলেন, দক্ষিণ চীন সাগরের কথিত সামরিকীকরণের ব্যাপারে চীনের সঙ্গে সিরিয়াস আলোচনা করতে হবে।
অবশ্য দক্ষিণ চীন সাগরে নিজের তৈরি কৃত্রিম দ্বীপে চীন ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে বলে গতকাল যে খবর প্রকাশিত হয়েছে তা নিশ্চিত করতে রাজি হননি কেরি।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, চীনের প্রতি সম্মান জানিয়ে আমরা বারবার বলেছি, দক্ষিণ চীন সাগরকে সামরিকীকরণ করা যাবে না এবং এই নীতি সব দেশকে মেনে চলতে হবে।” দক্ষিণ চীন সাগরে বেইজিং যেসব সামরিক স্থাপনা নির্মাণ করছে সে ব্যাপারে চীনের সঙ্গে ‘গুরুতর আলোচনায়’ বসতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
কেরি বলেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ওয়াশিংটন সফরে এসে প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে দক্ষিণ চীন সাগরকে সামরিকীকরণ না করার প্রতিশ্রুতি দিয়ে গেছেন। কিন্তু প্রতিদিনই সেখান থেকে খবর আসছে নানা কায়দায়-নানা পদ্ধতিতে ওই সাগরকে সামরিকীকরণ করছে বেইজিং।
এটি অত্যন্ত উদ্বেগের বিষয়। এ ব্যাপারে আমরা চীনের সঙ্গে আগেও কথা বলেছি এবং আগামী কয়েকদিনের মধ্যে আবার বিষয়টি নিয়ে সিরিয়াস আলোচনায় বসতে হবে।
দক্ষিণ চীন সাগরের প্রায় পুরো অংশকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে ঘোষণা করেছে চীন। অবশ্য তাইওয়ান, ব্রুনাই, ভিয়েতনাম, মালয়েশিয়া ও ফিলিপাইনও ওই সাগরের ওপর নিজেদের মালিকানা দাবি করেছে। এসব দেশের পক্ষ নিয়ে দক্ষিণ চীন সাগরে মাঝেমধ্যেই যুদ্ধজাহাজ পাঠায় আমেরিকা।
১৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস