শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৪৮:৪৫

ট্রাম্পের ধর্ম বিশ্বাস নিয়ে সন্দিহান পোপ!

ট্রাম্পের ধর্ম বিশ্বাস নিয়ে সন্দিহান পোপ!

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ধর্ম বিশ্বাস নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন পোপ ফ্রান্সিস। তিনি ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, ‘যে ব্যক্তি সম্পর্কের সেতু না গড়ে কেবল দেয়াল তোলার কথাই বলে সে খ্রিস্টান নয়’।

ছয়দিনের মেক্সিকো সফর শেষে বিতর্কিত রিপাবলিকান নেতা সম্পর্কে এমন কথা শোনালেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা। তবে এতে দারুণভাবে ক্ষেপেছেন ট্রাম্প। তিনি এর দায় চাপিয়েছেন মেক্সিকানদের ওপর।

এদিকে ট্রাম্প নিজেকে গর্বিত খ্রিস্টান দাবী করে পোপের তীব্র সমালোচনা করে। তিনি বলেন, ‘একজন ধর্মীয় নেতা হয়ে কোনো ব্যক্তির ধর্মবিশ্বাস নিয়ে প্রশ্ন তোলাটা লজ্জাজনক। ব্যক্তির ধর্ম নিয়ে কোনো নেতার বিশেষ করে কোনো ধর্মীয় নেতার মন্তব্য করার অধিকার নেই’।

এছাড়াও পোপের মন্তব্যের জন্য ট্রাম্প মেক্সিকোকে দায়ী করে বলেন,‘তিনি আমার সম্পর্কে নেতিবাচক কথা বলেছেন। কারণ মেক্সিকো সরকার তাকে বুঝিয়েছে আমি ভালো মানুষ নই’।
১৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে