শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬, ১১:৫৬:০৯

নওয়াজের নতুন রেকর্ড, প্রতি ৫ দিনে ১ দিন বিদেশে কাটান

নওয়াজের নতুন রেকর্ড, প্রতি ৫ দিনে ১ দিন বিদেশে কাটান

আন্তর্জাতিক ডেস্ক : নতুন রেকর্ড করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। এই রেকর্ড অবশ্য একটু ভিন্ন ধরণের। প্রতি ৫ দিনে একদিন বিদেশে কাটান তিনি। আর সফর ব্যয়ও অবাক হওয়ার মতো।

২০১৩ সালে ক্ষমতায় আসার পর এ পর্যন্ত নওয়াজ শরীফের বিদেশ সফরে ব্যয় হয়েছে ৬৩ কোটি ৮০ লাখ রুপি। এখন পর্যন্ত প্রতি পাঁচ দিনে অন্তত একদিন বিদেশে অবস্থান করেন তিনি। বুধবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় দেশটির পার্লামেন্টে এ তথ্য জানায়।

ক্ষমতায় আসার পর ৬৫ বার বিদেশ সফর করেন নওয়াজ। এর মধ্যে ১৭ বার ব্রিটেন সফরে যান। যুক্তরাষ্ট্রে ব্যয় করেন অন্তত ১৮ দিন।

৯৪০ দিনের মধ্যে ১৮৫ দিন বিদেশে অবস্থানকালে তার সফরসঙ্গী ছিলেন ৬৩১ জন। তবে ঘন ঘন বিদেশ সফরে গেলেও এ পর্যন্ত তিনি মাত্র ৩২ দিন পার্লামেন্ট অধিবেশনে উপস্থিত ছিলেন।

নওয়াজের বিদেশ সফর নিয়ে এমনিতেই সরব বিরোধীরা। গতকাল পার্লামেন্টে এ পরিসংখ্যান উত্থাপন করা হলে তাকে আবারো সমালোচনার মুখে পড়তে হয়।
১৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে