আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে একটি হেলিকপ্টার দুর্ঘটনায় এক শিশুসহ চারজন নিহত হয়েছে। টেক্সাসে অঙ্গরাজ্যের হিউস্টন শহরে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
হিউস্টন ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, হেলিকপ্টারটিতে চারজন আরোহী ছিল। শহরের পূর্বাংশে একটি রেডিও টাওয়ারে ধাক্কা লেগে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো দুর্ঘটনাস্থলে বিপুলগসংখ্যক জরুরি উদ্ধারকর্মী উপস্থিত হওয়ার খবর জানিয়েছে। অন্যদিকে স্থানীয় সম্প্রচারমাধ্যম কেএইচওইউ-টিভি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ (এফএএ) আগেই একটি বিজ্ঞপ্তি জারি করেছিল, টাওয়ারের বাতিগুলো কাজ করছিল না।
ফায়ার কর্মকর্তারা বলেছেন, দুর্ঘটনায় নিহতরা হেলিকপ্টারে ভ্রমণ করছিল। তবে তাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।
হিউস্টন কর্তৃপক্ষ ধারণা করছে, ব্যক্তিগত মালিকানাধীন একটি আর৪৪ মডেলের হেলিকপ্টারটি দুর্ঘটনাস্থল থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে এলিংটন ফিল্ড থেকে উড্ডয়ন করেছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফায়ার ডিপার্টমেন্টের শেয়ার করা ছবিগুলোতে জরুরি কর্মীদের ধ্বংসাবশেষ তদন্ত করতে দেখা গেছে।
দুর্ঘটনাস্থলে এক সংবাদ সম্মেলনে পুলিশপ্রধান জে. নো ডিয়াজ বলেছেন, স্থলে কেউ আঘাতপ্রাপ্ত হয়নি বলে মনে হচ্ছে।
একই সঙ্গে ফায়ার ডিপার্টমেন্টের প্রধান থমাস মুনোজ জানিয়েছেন, দুর্ঘটনার পর আগুন ছড়িয়ে পড়ে এবং প্রায় দুই থেকে তিনটি ব্লকজুড়ে এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ‘ভাগ্যক্রমে আশপাশে কোনো বাসিন্দা ছিল না। তবে এটি আবাসিক এলাকার কাছাকাছি ছিল।’
এ ছাড়া হিউস্টনের মেয়র জন হুইটমায়ার বলেন, ‘বড় ধরনের বিস্ফোরণ হয়নি। এটি আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। ’ তবে দুর্ঘটনাস্থলের কাছাকাছি কিছু বাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে বলে জানান তিনি।
কর্তৃপক্ষ জানিয়েছে, রেডিও টাওয়ারটি একমাত্র কাঠামো, যা সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্ঘটনার তদন্ত করবে এফএএ এবং জাতীয় পরিবহন সুরক্ষা (এনটিএসবি) সূত্র : বিবিসি