শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:৫৩:০১

ইরাকে ৪০ জনের মৃত্যুদণ্ড

ইরাকে ৪০ জনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের বাগাদাদের একটি আদালাত ৪০জনক মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে। ২০১৪ সালে সাবেক এক মার্কিন ঘাঁটিতে ১৭শ জনকে হত্যার অভিযোগ সন্ত্রাসবিরোধী আইনে বৃহস্পতিবার এই মৃত্যুদণ্ড দেয়া হয়।

মৃত্যুদণ্ড ও খালাস পাওয়া ৪৭ জনই ইরাকি নাগরিক। এর মধ্যে ২৪ জনই আগের রায়ের বিরুদ্ধে আপিল করেছিল। তবে এ রায়ের পর এক প্রতিক্রিয়ায় বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে অসন্তোষ জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো।

২০১৪ সালে সশস্ত্র সুন্নিপন্থী সংগঠন আইএস ইরাকের উত্তরাঞ্চল দখল করার পর তিকরিতের স্পাইশার সামরিক ঘাঁটিতে এ গণহত্যা চালিয়েছিল। পরে তারা হত্যাকাণ্ডের ভিডিও ছবি প্রকাশ করে।

২০১৫ সালে এলাকাটি পুনর্দখলে নেওয়ার পর গণকবর শনাক্ত করে ইরাকের সরকারি বাহিনী।  সে সময় অভিযান চালিয়ে অপরাধে জড়িত থাকা সন্দেহে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়।

মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এই বিচারে আন্তর্জাতিক মান বজায় রাখা হয়নি। অনেক আসামির দাবি, ঘটনার সময় তারা তিকরিতেই ছিলেন না। অনেককে আইনজীবী নিয়োগের সুযোগও দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।
১৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে