আন্তর্জাতিক ডেস্ক : বিদেশি কর্মী নিয়োগের কোটা আবেদন স্থগিতের মেয়াদ পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বন্ধই থাকবে বলে জানিয়েছে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল।
গত ২১ অক্টোবর দেশটির সরকারি নিউজ এজেন্সি বারনামা এবং ষ্টার অনলাইন সহ বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে যে, গত ১৫ সেপ্টেম্বর পর্যন্ত দেশের মোট বিদেশি কর্মির সংখ্যা নির্ধারিত সীমার কাছাকাছি পৌঁছেছে। বর্তমানে মালয়েশিয়ায় কর্মীর সংকট না থাকায় দেশটিতে নতুন করে বিদেশি কর্মি নিয়োগের কোটার আবেদনের ওপর যে স্থগিতাদেশ রয়েছে তা পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত বহাল থাকবে।
তিনি আরও জনিয়েছেন, ১২তম মালয়েশিয়া পরিকল্পনা অনুযায়ী দেশের মোট বিদেশি কর্মির সংখ্যা অর্থনীতি মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত হয় যা, দেশের মোট কর্মিবাহিনীর ১৫৭ শতাংশ। সরকার বিদেশি কর্মী নিয়োগের কোটা খোলার বিষয়ে চিন্তা ভাবনা ও পুনর্বিবেচনা করবে।
তিনি এক বিবৃতিতে, বিদেশি কর্মী নিয়োগের কোটা আবেদন স্থগিতের মেয়াদ পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন।
এছাড়াও অবৈধ বিদেশি শ্রমিকদের বৈধকরণ প্রকল্প ‘রিক্যালিব্রেশন ২.০’ নামক প্রোগ্রামের শেষ সময় ছিলো চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত। সেটা আর বাড়ানো হবে না বলে স্পষ্ট করে বলেছেন সাইফুদ্দিন নাসুশন।