শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৪:০৬:৩৭

দুটি কারণে সৌদি আরব তেল উৎপাদন কমাবে না

দুটি কারণে সৌদি আরব তেল উৎপাদন কমাবে না

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে তেলের দাম এখন সবচেয়ে কম। বাজারে চাহিদা বাড়াতে তাই তেল উৎপাদনকারী দেশ গুলোকে তাদের উৎপাদন কমানোর জন্য তাগিদ দেয়া হচ্ছে। তবে সৌদি আরব এ ক্ষেত্রে তেল উৎপাদন কমাবে না বলে জানিয়ে দিয়েছে। খবর-এএফপি।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আব্দেল আল-জুবেইর বলেন, ‘অন্যান্য উৎপাদনকারীরা যদি তেল উৎপাদন হ্রাস বা বন্ধ করে, তবেই বাজারে তা প্রভাব ফেলতে পারে। কিন্তু শুধু সৌদি আরব একাই তেল উৎপাদন হ্রাসে প্রস্তুত নয়।’
 
এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তেল ইস্যুটি বাজারের সরবরাহ ও চাহিদার ওপরে নির্ভর করবে। সৌদি আরব তেলের বাজারে তার হিস্যা সুরক্ষিত রাখবে এবং আমরা তাই বলেছি।’
 
সৌদি আরব ও অন্যান্য ওপেক উৎপাদকরা তেল উৎপাদনের প্রস্তাবটিতে সম্মত হয়নি। বিশেষত মার্কিন তেল কোম্পানি শেলকে তেলের বাজার থেকে বের করে দিতেই এই প্রস্তাব দেয়া হয়।
 
২০১৪ সালের মাঝামাঝি সময় থেকে এপর্যন্ত তেলের দাম ৭০ শতাংশ পর্যন্ত নেমে যায়। সৌদি আরব ও রাশিয়া বলেছে, তারা তেল উত্তোলন কমাবে যদি অপরাপর উত্তোলকরাও একই পদক্ষেপ নেয়।
১৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে