আন্তর্জাতিক ডেস্ক: বাজেট স্মার্টফোনের তালিকায় ভিভোর ফোন থাকবে না এমনটা সচরাচর দেখা যায় না। গত আগস্টে ভিভোর হাই-এন্ড ফোন ভিভো ভি৪০ বাজারে এলেও বাজেট ক্যাটাগরিতে নিজেদের অবস্থান ধরে রাখতে চাইছে চীনের প্রতিষ্ঠানটি।
আর সেজন্যই ভারতের বাজারে চলমান উৎসবের সিজনে ভিভো তাঁদের একটি বাজেট স্মার্টফোনে দিচ্ছে ২৫ শতাংশ মূল্যছাড়। তবে বাংলাদেশ থেকে ভিভোর এই বাজেট ফোনটি অর্ডার করার কোনো সুযোগ আছে বলে জানা যায়নি।
ভিভোর যে মডেলে মিলছে ২৫ শতাংশ মূল্যছাড়
ভিভো ওয়াই২৮এস স্মার্টফোনটি এখন ২৫ শতাংশ মূল্যছাড়ে পাওয়া যাচ্ছে অ্যামাজন ও ফ্লিপকার্টের মতো ভারতের জনপ্রিয় ই-কমার্স মার্কেটপ্লেস দুটিতে। ওয়াই২৮এস মডেলের দুটি ভার্সন রয়েছে। ৪জিবি র্যাম ও ১২৮জিবি স্টোরেজ সমৃদ্ধ মডেলটি ২৫ শতাংশ মূল্যছাড়ে পাওয়া যাচ্ছে ১৩,৪৯৯ রুপিতে। অন্যদিকে ২৫ শতাংশ মূল্যছাড় দিয়ে ৬জিবি র্যাম ও ২৫৬জিবি স্টোরেজ সমৃদ্ধ ভার্সনটির মূল্য এখন ১৪,৯৯৯ রুপি। অ্যামাজন ও ফ্লিপকার্ট ছাড়াও স্মার্টফোনটি ভিভো ইন্ডিয়া ই-স্টোরেও পাওয়া যাচ্ছে।
ভিভো ওয়াই২৮এস স্মার্টফোনের ফিচার
ফোনটিতে আছে ৬.৫৬-ইঞ্চির হাই ব্রাইটনেস এলসিডি ক্যাপাসিটিভ ডিসপ্লে যেখানে ৯০ হার্জ রিফ্রেশ রেট পাওয়া যাবে। আছে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ফোনটির সামনে থাকছে ৮ মেগাপিক্সেলের পোর্টেট ক্যামেরা এবং ব্যাকসাইডে আছে ৫০ মেগাপিক্সেলের সনি আইএমএক্স ৮৫২ ডুয়াল ক্যামেরা। সুপার নাইট ক্যামেরা মোড থাকায় স্বল্প আলোতেও পরিষ্কার ছবি তোলা যাবে বলে দাবী ভিভোর।
ভিভো ওয়াই২৮এস স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে অক্টা-কোর সিপিইউ আর্কিটেকচারে তৈরি মিডিয়াটেকের ডায়মেনসিটি ৬১০০ ৫জি প্রসেসর- যেখানে ক্লক স্পিড পাওয়া যাবে ২.৪ গিগাহার্টজ। অ্যান্ড্রোয়েড ১৪ দিয়ে রান করা হলেও ভিভোর ফানটাচ ওএস এরও ছোঁয়া রয়েছে এতে।
এছাড়া ৫০০০ এমএএইচ (মিলিঅ্যাম্পিয়ার আওয়ার) সক্ষমতার ব্যাটারির পাশাপাশি এতে রয়েছে ১৫ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা।