আন্তর্জাতিক ডেস্ক: নির্বাচনী প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হচ্ছেন নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স [এনডিএ]। এর ফলে লাভবান হচ্ছে কংগ্রেস ভাইস-প্রেসিডেন্ট রাহুল গান্ধী। ইন্ডিয়া টুডে-কারভি ইনসাইটস পরিচালিত 'মুড অব দ্য নেশন' নামে এক জনমত জরিপে এ তথ্য উঠে আসে।
জরিপে দেখা যায়, নির্বাচনী প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হওয়ায় জনগন মোদির উপর আস্থা রাখতে পারছেন না। অার এ বিষয়টিই রাহুল গান্ধীর জন্য বড় ধরনের সুবিধা এনে দিচ্ছে। এর ফলে জনপ্রিয়তার সূচকে কংগ্রেস এগিয়ে যাচ্ছে।
'মুড অব দ্য নেশন' জরিপে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। তা হলো
১. দেশটিতে এই মুহূর্তে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হলে এনডিএ জোট ২৮৬টি আসন পেতে পারে।
২. গত সাধারণ নির্বাচনে এনডিএ উত্তরে ১৩৪টি আসন পেলেও এখন তারা ১০৩টি আসন পেতে পারে।
৩. জরিপে অংশ নেয়া ৪০ শতাংশের মতে, ভারতজুড়ে অসহিষ্ণুতা বেড়েছে।
৪. গত বছরের আগস্টে অনুষ্ঠিত একই জরিপে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট ৮৮ টি আসন পেলেও এখন তা বেড়ে ১১০টি হতে পারে।
৫. উত্তরে ইউপিএ'র আসন ভাগাভাগি ৬টি থেকে বেড়ে ২৪টিতে দাঁড়াতে পারে।
৬. পশ্চিমেও বিজেপির এনডিএ জোটের আসন লাভের সম্ভাবনা ১০৭টি থেকে ৮৭ টিতে নেমে আসতে পারে।
১৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটি নিউজ২৪/জেএম/আরএম