শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৩৮:০৭

অদ্ভূত নিয়ম, বিয়ের আগে মোবাইল ব্যবহার করতে পারে না মেয়েরা

অদ্ভূত নিয়ম, বিয়ের আগে মোবাইল ব্যবহার করতে পারে না মেয়েরা

আন্তর্জাতিক ডেস্ক : একবিংশ শতাব্দির এই সময়ে এসেও অদ্ভূত নিয়ম পালন করা হচ্ছে ভারতের গুজরাট রাজ্যের একটি গ্রামে। এ গ্রামের মেয়েদের মোবাইল ব্যবহারের প্রতি রয়েছে নিষেধাজ্ঞা।

জানা গেছে, গুজরাটের রাজধানী আহমেদাবাদ থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরের গ্রাম সুরজ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে জেলার মানুষ, সেই মেহসানা জেলায় এই গ্রামেই এমন অদ্ভূত নিয়ম।

গ্রামের খাপ পঞ্চায়েতের নিদান, বিয়ে না-হলে মোবাইল ব্যবহার করা যাবে না। কেউ নিয়ম ভাঙলে ২,১০০ টাকা জরিমানা হয়। যিনি খবরটি পৌঁছে দেন পঞ্চায়েতের কাছে, তিনি পান ২০০ টাকা ইনাম।

তবে একটি ক্ষেত্রে ছা়ড় দেওয়া আছে। যদি কোনও আত্মীয়ের সঙ্গে কথা বলতে হয়, তা হলে বাবা-দাদার মোবাইল ব্যবহার করতে দেওয়া হয়।  

আর এমন নিয়মের নেপথ্য ঘটনা হচ্ছে, গ্রামের প্রভাবশালী সম্প্রদায় পুরুষদের মদ্যপান থেকে দূরে রাখতে একটি অভিযান চালু করে। তারই অংশ হিসেবে মহিলাদের মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা।

অবাক হচ্ছেন? আছে, আছে। যুক্তি আছে। বলা হয়েছে, মদ পুরুষদের বেপথে নিয়ে যায়। ঠিক সেভাবেই মোবাইল মহিলাদের ভুল পথে নিয়ে যায়। দু’পক্ষই ভুল পথে গেলে সমাজের কী হবে!
১৯ ফেব্রুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে