সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ০৩:৩০:৫৩

সাশ্রয়ী দাম আর দুর্দান্ত মাইলেজের কারণে এই বাইকের গ্রহনযোগ্যতা আরও বাড়বে

সাশ্রয়ী দাম আর দুর্দান্ত মাইলেজের কারণে এই বাইকের গ্রহনযোগ্যতা আরও বাড়বে

আন্তর্জাতিক ডেস্ক: দুইয়ে দুইয়ে চার করতে চাইছে হিরো। একদিকে যেমন স্টাইল স্টেটমেন্ট রাখার প্রয়াস রয়েছে, তেমনই কোম্পানি ভেবেছে মধ্যবিত্তের পকেটের কথা। ফলত এক অলরাউন্ডার  বাইক তাদের গ্রাহকদের জন্য এনেছে হিরো। ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে বাজারে এসে গিয়েছে এই বাইক। দেরি না করে জেনে নেওয়া যাক বিস্তারিত।

কম দামের মধ্যেই আনুষ্ঠানিকভাবে হিরো সুপার স্প্লেন্ডার এক্সটেক বাজারে এনেছে হিরো।  বাইকের এমনই লুক যে দেখে বোঝার উপায় নেই দাম কম। এই বাইকটির পুরনো সংস্করণ দুর্দান্ত ফিচার এবং আকর্ষণীয় ডিজাইনের জন্য বেশ জনপ্রিয় বলে বিবেচিত হয়। ভারতে এই বাইকটির দাম শুরু হচ্ছে প্রায় ৮৩ হাজার টাকা থেকে । চলতি বছর থেকেই গ্রাহকরা এই বাইক কিনতে পারবেন বলে আশা করা হচ্ছে।

হিরো সুপার স্প্লেন্ডার এক্সটেক ১ লিটার পেট্রলে ৬০ কিলোমিটার মাইলেজ প্রদান করে বলে দাবি করা হয়। এর আগে সংস্থাটি অনুরূপ বাইক চালু করে ভারতীয় বাজারে গ্রাহকদের আকৃষ্ট করেছিল। যেখানে এটি এখন কোম্পানির অন্যতম সর্বশেষ বাইক হিসাবে রয়ে গিয়েছে। আমরা যদি এই বাইকের ফিচারের কথা বলি, তাহলে কোম্পানি আপডেটেড ভার্সনে এই বাইকে বেশ কিছু আধুনিক ফিচার যোগ করেছে। বাইকটির ভিতরে রয়েছে অসাধারণ ডিজিটাল ফিচার, মোবাইল কানেক্টিভিটি সিস্টেম, ইউএসবি চার্জার পোর্ট, ব্লুটুথ কানেক্টিভিটি, সার্ভিস ইন্ডিকেটর, ফুয়েল ওয়ার্নিং মিটার ইত্যাদি।

এই বাইকের মডেলটি তার পুরানো মডেলের মতোই অনেকটা দেখতে হবে বলে আশা করা হচ্ছে। এই বাইকের ফিচারগুলি বেশিরভাগই এর পুরানো হিরো স্প্লেন্ডার থেকে নেওয়া হয়েছে। নতুন মডেলের স্প্লেন্ডারে খুব শক্তিশালী ইঞ্জিন দিতে পারে কোম্পানি। বাইকটির ভিতরে পাবেন ১২৪.৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন।

প্রতি লিটারে ৬০ কিলোমিটারের দুর্দান্ত মাইলেজ ভারতীয় গ্রাহকদের কাছে এই বাইকের গ্রহনযোগ্যতা আরও বাড়বে। বাইকটির ওজন ১১২ কেজি। হিরোর এই বাইকের দুটি ভ্যারিয়েন্ট দেখা যাবে। যার প্রথম ভ্যারিয়েন্টে থাকবে ফ্রন্ট ড্রাম ব্রেক, দাম ৮৩ হাজার টাকা। দ্বিতীয় ভ্যারিয়েন্টফ্রন্ট ডিস্ক ব্রেকের সঙ্গে দাম ৮৭,০০০ টাকা বলে জানা গিয়েছে ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে