শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬, ০৫:৪৯:৪৬

নিহত ১৮, ভয়ে পালাচ্ছে মানুষ

নিহত ১৮, ভয়ে পালাচ্ছে মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে আশ্রয় নেয়া বেসামরিক নাগরিকদের ওপর হামলা চালিয়েছে বন্দুকধারীরা। এ ঘটনায় কমপক্ষে ১৮ জন নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার দিনকা ও শিলুকা উপজাতির মধ্যে সংঘর্ষের জের ধরে এ হামলার ঘটনা ঘটে।
 
দাতব্য সংস্থা মেডিসিনস সানস ফ্রন্টিয়ার্স (এমএসএফ) জানিয়েছে, উত্তর-পূর্বের শহর মালাকালে সংঘর্ষের পর বন্দুকধারীরা বেসামরিক নাগিরকদের একটি আশ্রয়ক্যাম্পে হামলা চালায়। প্রায় ৬০০ লোক ক্যাম্পে আশ্রয় নিয়েছিল। এদের অধিকাংশই ছিল নারী ও শিশু। বন্দুকধারীদের হামলায় এমএসএফের দুই কর্মীও নিহত হয়েছে। এ ঘটনার পর লোকজন এদিক ওদিক দৌড়ে পালিয়ে যায়।
 
বিবৃতিতে এমএসএফ বলেছে, 'বেসামরিক নাগরিকদের ওপর এ হামলা অন্যায় এবং আমরা সশস্ত্র গ্রুপগুলোকে এ হামলা বন্ধের আহ্বান জানাচ্ছি।’
১৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে