আন্তর্জাতিক ডেস্ক: চলতি সপ্তাহে চীনে উন্মোচন করা হবে শাওমি ১৫ ও ১৫ প্রো মডেলের স্মার্টফোন। ফ্ল্যাগশিপ এ ফোনে চীনা প্রযুক্তি কোম্পানির অ্যান্ড্রয়েডভিত্তিক অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ হাইপারওএস ২.০ প্রথম ব্যবহার করা হবে।
চীনা সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোর এক পোস্টে শাওমি জানিয়েছে, ২৯ অক্টোবর শাওমি ১৫ সিরিজ উন্মোচন করা হবে। চীনে উন্মোচন অনুষ্ঠান স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে। যেখানে অ্যান্ড্রয়েড ১৫-ভিত্তিক হাইপারওএস ২.০ উন্মোচন করা হবে। এছাড়া এ আয়োজনে শাওমি প্যাড ৭ সিরিজ, শাওমি এসইউ৭ আল্ট্রা ও শাওমি ব্যান্ড ৯ প্রোও উন্মোচন করবে শাওমি।
শাওমি ফ্ল্যাগশিপ এই সিরিজের কয়েকটি ছবিও পোস্ট করেছে। যেখানে স্মার্টফোনে মসৃণ ডিজাইন সংবলিত মাইক্রো-কার্ভড ডিসপ্লে দেখা গেছে। ফোনটি হবে কম বেজেলযুক্ত। ৬ দশমিক ৩৬ ইঞ্চির ডিসপ্লের সুরক্ষায় থাকছে শাওমি ড্রাগন ক্রিস্টাল গ্লাস ২.০। ফোনের কাঠামোতে ব্যবহার করা হবে উচ্চ গ্রেডের অ্যালুমিনিয়াম।
বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গেছে, শাওমি ১৫ প্রো মডেলের পুরুত্ব হবে ৮ দশমিক ৩৫ মিলিমিটার এবং ভর ২১৩ গ্রাম। এছাড়া ফোনটিতে লাইকা ব্র্যান্ডযুক্ত তিনটি লেন্সের রিয়ার ক্যামেরা সেটআপ যুক্ত করা হয়েছে, যা আগের সিরিজ অর্থাৎ শাওমি ১৪-এর মতো। রঙসহ ফোনের সামগ্রিক ডিজাইন অনেকটাই আগের মতো থাকতে পারে।