মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪, ০৬:০৯:১৬

এবার বাজার কাঁপাতে আসছে ৬৫০ সিসির নতুন মোটরসাইকেল

এবার বাজার কাঁপাতে আসছে ৬৫০ সিসির নতুন মোটরসাইকেল

আন্তর্জাতিক ডেস্ক: বাইকপ্রেমীদের পছন্দের তালিকায় শুরুতেই থাকে রয়্যাল এনফিল্ড। যান্ত্রিক দুই চাকার জগতে ঐতিহ্য ও রাজকীয়তার মিশেল হিসেবে অভিহিত করা হয় বিখ্যাত রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলকে। 

বিভিন্ন দেশে তুমুল জনপ্রিয় এই বাইক বাংলাদেশের বাইকপ্রেমীদের কাছেও সমান জনপ্রিয়। শুরু থেকেই একই ডিজাইনে ভিন্ন ভিন্ন মডেলে বাজারে আসছে বাইকটি। ষাটের দশকে এর যেমন জনপ্রিয়তা ছিল, তেমনি আশির দশকে, এমনকি একবিংশ শতাব্দীতে এসে একই রয়েছে।

এবার বিখ্যাত এই মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান রয়েল এনফিল্ড ৬৫০ সিসি ইঞ্জিনের নতুন মোটরসাইকেল আনছে। যার মডেল রয়েল এনফিল্ড ইন্টারসেপ্টার বিয়ার ৬৫০। এটি একটি স্ক্র্যাম্বলার বাইক। রয়েল এনফিল্ডের প্রসিদ্ধ মডেল ইন্টারসেপ্টার প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই মডেল। এই মডেলে বেশ কিছু পরিবর্তন নজরে পড়বে। যেমন ইঞ্জিন ও ডিজাইন এর আলাদা।

৬৫০ সিসির নতুন মোটরসাইকেল আনছে রয়েল এনফিল্ড 
দর্শনের দিক থেকে ইন্টারসেপ্টার ৬৫০-এর কাছাকাছি হলেও নতুন মডেলে বেশ কিছু পার্থক্য বর্তমান। এর ডিজাইনে আরও বেশি স্ক্র্যাম্বলার বৈশিষ্ট্য প্রকট হয়েছে। এর সঙ্গে দেওয়া হয়েছে উজ্জ্বল কালার স্কিম, নতুন এগজস্ট সিস্টেম এবং ফ্ল্যাট সিট।

ইন্টারসেপ্টার বিয়ার ৬৫০ পাঁচটি নতুন কালার অপশনে বেছে নেওয়া যাবে। এর লঞ্চের নির্দিষ্ট সময়কাল সম্পর্কে এখনও মুখ খোলেনি রয়েল এনফিল্ড। আগামী ৫ নভেম্বর ভারতের বাজারে বাইকটি লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে, এতে থাকছে টেলিস্কোপিক ইউনিটের পরিবর্তে ইউএসডি ফ্রন্ট ফর্ক। পেছনে থাকছে ডুয়েল শক। এর সঙ্গে এলইডি হেডলাইট এবং ইনবিল্ট নেভিগেশন সহ টিএফটি ড্যাশ, ডুয়েল চ্যানেল এবিএসের দেখা মিলবে।

রয়েল এনফিল্ড ইন্টারসেপ্টার বিয়ার ৬৫০ মডেলে শক্তির উৎস হিসাবে থাকছে ৬৫০ সিসি প্যারালাল টুইন মোটর। এটি থেকে সর্বোচ্চ ৪৭ বিএইচপি শক্তি এবং ৫৭ এনএম টর্ক উৎপন্ন হবে। এমনিতে এই ইঞ্জিন থেকে ৫২ এনএম টর্ক পাওয়া যায়। মোটরকে সঙ্গ দিতে থাকছে ৬-স্পিড গিয়ারবক্স।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে