আন্তর্জাতিক ডেস্ক: ন্যাশনাল পার্ক থেকে ৪টি সিংহ পালিয়ে গিয়ে শহরের জনবসতিপূর্ণ এলাকার দিকে চলে গেছে। বন্য প্রাণী সংরক্ষণের একটি দল এদেরকে ধরার জন্য অভিযান শুরু করেছেন। হামলার আশঙ্কায় সাধারণ মানুষের জন্য জারি করা হয়েছে সতর্কতা।
ঘটনাটি ঘটেছে কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায়। এ ঘটনায় শহরবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বন্য প্রাণী সংরক্ষণ কর্মীরা নগরবাসীকে সতর্কতা দিয়ে বলেছেন, কেউ যদি সিংহের সামনে পড়েন তাহলে যেন কোনো অবস্থাতেই পাল্টা আক্রমণ না করে কর্তৃপক্ষকে খবর দেন।
ন্যাশনাল পার্কে সব মিলিয়ে ৩০টি সিংহ রয়েছে। পার্ক থেকে বিবিসিকে জানানো হয়েছে, হেলিকপ্টার ব্যবহার করে পালিয়ে যাওয়া সিংহদের পথ অনুসন্ধান করা হচ্ছে।
১৯ ফেব্রুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/জেএম/আরএম